ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সাঈদা শম্পার ‘রেশমী চুড়ি নীল ঘুড়ি’

প্রকাশিত: ০০:৩৮, ২৫ এপ্রিল ২০২৪

সাঈদা শম্পার ‘রেশমী চুড়ি নীল ঘুড়ি’

সাঈদা শম্পা

বৈশাখ নিয়ে নতুন একটি গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী সাঈদা শম্পা। ‘রেশমী চুড়ি নীল ঘুড়ি’ শিরোনামের গানটির গীতিকবি গোলাম মোর্শেদ। এটির সুর ও সংগীতপরিচালনা করেছেন রূপক আকন্দ। গানটি প্রকাশ হয়েছে ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, বহুলাংশে জড়িয়ে থাকা, বেদনা বিদ্ধ এবং অপ্রাপ্তিতে ভরপুর আমাদের এই জীবনে বছরের কিছু কিছু দিন আসে, যে দিনগুলোতে নির্মল আনন্দে আমরা নেচে উঠি, হারিয়ে যাই, ভেসে যাই ইচ্ছে-ভুবনের আকাশে। 
দুঃখ আছে বিরহ আছে তাতে কি যায় আসে, এ রকম ফুরফুরে ভাবনায়। পৃথিবীর তাবৎ বাঙালিদের জন্য বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ ‘পহেলা বৈশাখ’ সেরকমই একটা দিন।  আর সে নিয়েই ‘রেশমী চুড়ি নীল ঘুড়ি’ গানটির আয়োজন। গানটি এরইমধ্যে অনেকের মনে জায়গা করে নিয়েছে বলে জানান শিল্পী। প্রকাশের অল্প সময়ে গানটির জন্য বেশ প্রশংসা পাচ্ছেন তিনি।

×