ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর নৃত্যালেখ্য ‘আ-মরি বাংলা ভাষা’

প্রকাশিত: ১৩:২৩, ৩ মার্চ ২০২০

আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর নৃত্যালেখ্য ‘আ-মরি বাংলা ভাষা’

সংস্কৃতি ডেস্ক ॥ উত্তরবঙ্গের সাংস্কৃতিক রাজধানীখ্যাত বগুড়া জেলার অন্যতম সংগঠন আমরা ক’জন শিল্পীগোষ্ঠী। সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের উপহার দিয়ে থাকে। বিশেষ করে বৈচিত্রময় দেশীয় নৃত্যকে দেশে বিদেশে নান্দনিকভাবে উপস্থাপন করে আসছে সংগঠনটি। এছাড়াও সংগঠনের শিল্পী জাতীয় এবং আন্তর্জাতিক বিশেষ দিবসে ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির জয়। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সংগঠন সুত্রে জানা যায় সম্প্রতি সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় শহীদ খোকন পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি ও নৃত্যালেখ্য পরিবেশন করে আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। লায়ন আব্দুল মোবিন জিন্নাহ্র পরিচালনায় অনুষ্ঠানে একক কবিতা আবৃত্তি পরিবেশন করে সুয়াদ নাওয়াস তিহাম ও আদ্রিত রহমান আদি। এরপর মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় নৃত্যালেখ্য ‘আ-মরি বাংলা ভাষা’ পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। গত ২৯ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে শিল্পীদের বিভিন্ন পরিবেশনা মুগ্ধ হয়ে উপভোগ করেন স্থানীয় দর্শক-শ্রোতারা।
×