ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হাবিবের কথা ও সুরে সুজনের ‘নিঠুর দরদিয়া’

প্রকাশিত: ০৮:৫৮, ৩ আগস্ট ২০১৯

 হাবিবের কথা ও সুরে সুজনের ‘নিঠুর দরদিয়া’

স্টাফ রিপোর্টার ॥ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সুজন চৌধুরী দীর্ঘদিন ধরেই গান করছেন। তার গাওয়া ‘সোনালি’, ‘পাপী বান্দা’ গানগুলো শ্রোতাদের মুখে মুখে ঘুরে ফিরছে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে। সাফল্যের এই ধারাবাহিকতায় প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে সুজন চৌধুরীর কণ্ঠে ‘নিঠুর দরদিয়া’ শিরোনামে সেড ঘরনার একটি ফোক গান প্রকাশ হয়েছে। ‘আমি মরিলেনি পাবো তোরে ওরে দরদিয়া, দুই দেহেতে একি প্রাণ দিছে গো বান্ধিয়া, এ জীবন যাবে গো জানি কান্দিয়া কান্দিয়া’ কথামালার এই গানটি রচনা ও সুরারোপ করেছেন হাবিব মোস্তফা, সঙ্গীত আয়োজন করেছেন সঙ্গীত পরিচালক অণু মোস্তাফিজ। গানটি প্রসঙ্গে সুজন চৌধুরী বলেন, আমি পেশাদার গায়ক নই, শখে গান করি। সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র ধরে পরিচয়ের একপর্যায়ে আমার গান শুনে হাবিব মোস্তফা ভাই আমাকে গানে নিয়মিত হওয়ার পরামর্শ দেন। তার আগ্রহেই গানটি করা। গানের কথা ও সুরে আমি নিজেকে ঢেলে দিয়েছি শতভাগ, আমি চেষ্টা করেছি গায়কিতে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবার।কণ্ঠদানের সময় সঙ্গীত পরিচালক অণু মোস্তাফিজ ভাইয়ের সহযোগিতার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। আশা করি, শ্রোতারা গানটিকে ভালভাবে গ্রহণ করবেন। হাবিব মোস্তফা বলেন, সুজন চৌধুরীর গান শুনে আমার কাছে মনে হয়েছে তার জন্য ভাল কিছু গান করা উচিত। তার কণ্ঠের অত্যন্ত দরদ ও মমতা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। তার কণ্ঠটা মূলত ফোক গানের। তাই তার কণ্ঠে একটি বিরহ-ফোক গান আমার প্রথম প্রচেষ্টা হিসেবে শ্রোতাদের ভাল লাগলে সামনের পানে তার এগিয়ে চলা মসৃণ হবে। আশা করি, আমার বিগত কাজগুলোর মতো এই কাজেও শ্রোতারা আমার পাশে থাকবেন।
×