ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ক্যান্সারের সঙ্গে লড়ছেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে

প্রকাশিত: ০৭:৪৩, ৮ জুলাই ২০১৮

ক্যান্সারের সঙ্গে লড়ছেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার ক্যান্সার ‘গুরুতর পর্যায়ে’ চলে গেছে। বর্তমানে নিউইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। মাত্র কয়েকদিন আগেই আরেক শক্তিমান অভিনেতা ইরফান খান তার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে সোনালী নিজেও এ তথ্য জানিয়েছেন। টুইটারে দীর্ঘ পোস্টে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী জানান তার ক্যান্সার ‘গুরুতর পর্যায়ে’ এবং ওই পর্যায় থেকে খুব কম মানুষ ফিরে আসে বলেছেন। তিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এ যুদ্ধে তার পাশে থেকে তাকে সমর্থন দেয়ার জন্য পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন। শরীরে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরই ক্যান্সার শনাক্ত হয় বলে জানান এই অভিনেত্রী। নিউইয়র্ক থেকে বুধবার টুইটারে তিনি লেখেন, মাঝে মাঝে যখন আপনি খারাপ কিছু এমনকি কল্পনাও করেন না, তখনই জীবন আপনাকে চমকে দেয়। সম্প্রতি আমি উচ্চ পর্যায়ের ক্যান্সারের চিকিৎসা নিচ্ছি, যেটা দ্বিতীয় পর্যায়ে চলে গেছে। যেখান থেকে সত্যি বলতে কেউ ফেরে না আমার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা আমাকে ঘিরে রেখেছে। তারা আমাকে সর্বোচ্চ সমর্থন দিচ্ছে। সোনালির পোস্টের পর বলিউড পাড়ায় হইচই পড়ে গেছে। করন জোহর, রিতেশ দেশমুখসহ অনেকেই তার সুস্থতা কামনা করে টুইট করেছেন। সোনালির স্বামী প্রযোজক গোল্ডি বেহল। এ দম্পতির ১৩ বছর বয়সের একটি ছেলে আছে। আমির খানের সঙ্গে ‘সারফারোশ’, অমিতাভ বচ্চনের সঙ্গে ‘মেজর সাব’, শাহরুখ খানের সঙ্গে ‘কাল হো না হো’র মতো ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন সোনালি। সর্বশেষ ২০১৩ সালে সোনালি অভিনীত ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ চলচ্চিত্রটি মুক্তি পায়।
×