ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নতুন বছরে ন্যান্সির ‘মৌনতা’

প্রকাশিত: ০৫:৫০, ২ জানুয়ারি ২০১৮

নতুন বছরে ন্যান্সির ‘মৌনতা’

স্টাফ রিপোর্টার ॥ নতুন বছরের প্রারম্ভে ইউটিউবে মাই সাইন্ডের অফিসিয়াল চ্যানেলে প্রকাশিত হলো ন্যান্সির নতুন মিউজিক ভিডিও ‘মৌনতা’। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি গত নবেম্বরে প্রকাশের পর শ্রোতাপ্রিয়তা পায়। এরই প্রেক্ষিতে নতুন বছরের চমক হিসেবে ‘মৌনতা’ গানের ভিডিও প্রকাশের সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান মাই সাউন্ড। ভিডিওর নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন জানান, ডিসেম্বরে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় এবং সিলেটের জাফলং ও মাধবকু-ে মৌনতা গানের ভিডিওর শূটিং করা হয়। ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন রিফাত ও পৃথা। ‘মৌনতা’ গানের কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী। আর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি। গানের কথাগুলো এমন- ‘আমি তো চেয়েছিলাম কিছু কথা বলতে, তুমি তো চাওনি কোন কিছু শুনতে, আমি তো চেয়েছিলাম কিছু কথা শুনতে, তুমি তো পারনি কখনও তা বলতে। ‘মৌনতা’ গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, গানটিতে একদিকে যেমন বিরহ রয়েছে, তেমনি রয়েছে প্রিয় মানুষের জন্য হাহাকার। গীতিকার রিজভী সুন্দরভাবে গানের কথাগুলোকে সাজিয়েছেন। আর অমিত চ্যাটার্জি সেটিকে সুরারোপ করে প্রাণ দিয়েছেন। আমার বিশ্বাস আমার ভক্ত-শ্রোতারা গানটির মতো এর ভিডিওটিও পছন্দ করবেন। প্রসঙ্গত, ২০০৫ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে ন্যান্সির মিডিয়ায় যাত্রা শুরু হয়। একই বছরে বিজ্ঞাপনের জিঙ্গেলেও তার অভিষেক হয়। পরের বছর ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালবাসা’ চলচ্চিত্রের ‘পৃথিবীর যত সুখ যত ভালবাসা’ গানটির মাধ্যমে আলোচনায় আসেন ন্যান্সি। আর পাঁচ বছর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ চলচ্চিত্রে ‘দুই দিকেই বসবাস’ গানটি গেয়ে প্রথমবারের মতো পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
×