ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুর্গাপূজায় কনক দত্তের এ্যালবাম ‘রং দে’

প্রকাশিত: ০৫:২৮, ২১ সেপ্টেম্বর ২০১৭

দুর্গাপূজায় কনক দত্তের এ্যালবাম ‘রং দে’

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে পুজোর বিশেষ গান নিয়ে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে শিল্পী কনক দত্তের এ্যালবাম ‘রং দে’। এ্যালবামে পুজো, মেলোডি ও ফোক ধারার মোট ৮টি গান রয়েছে। এ্যালবামের গানগুলো লিখেছেন আনিসুল ইসলাম, দেলোয়ার আরজুদা শরাফ, সরকার মালেক, গৌতম দত্ত, লালন শাহ্ ও কনক দত্ত। এ্যালবামে গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন বিনোদ রায়। গানগুলো হলো- ‘মা এসেছে’ , ‘কোন সে ঘরে’, ‘রং দে রং দে’, ‘আমি ভিড়ের মাঝে’, ‘আশি শূন্য ধরে’, ‘ধন্য ধন্য বলি’,‘তোমরা আমায় কি বুঝাইবা’ ও ‘গাছের নীচে শীতল ছায়া’। এ্যালবামটি প্রসঙ্গে শিল্পী কনক দত্ত বলেন এটি আমার প্রথম একক এ্যালবাম। আমি শৈশব থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। রবীন্দ্র সঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতের ওপর বিভিন্ন গুরুর কাছে সঙ্গীতের ওপর শিক্ষা গ্রহণ করি। আমার সব ধরনের গান করতে ভাল লাগে। এরই ধারাবাহিকতায় আমার এই এ্যালবামটি। এই এ্যালবামে শ্রোতা-দর্শকরা বিভিন্ন ধরনের গান উপভোগ করতে পারবেন। গানগুলো আপনাদের সবার ভাল লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। ইতোমধ্যে ‘রং দে রং দে’ ও ‘মা এসেছে’ এই দুটি গানের লিরিক্যাল ভিডিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে । এছাড়া জিপি মিউজিকে শ্রোতারা গানগুলো শুনতে পারবেন।
×