ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অনিমা গোস্বামীর এ্যালবাম ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’

প্রকাশিত: ০৩:৪৩, ২৯ আগস্ট ২০১৭

অনিমা গোস্বামীর এ্যালবাম ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’

স্টাফ রিপোর্টার ॥ অনিমা গোম্বামীর সঙ্গীতে হাতে খড়ি শৈশবে তার বড়দা মিলন আচার্যের কাছে। পরবর্তীতে শিক্ষা জীবনের পথ পরিক্রমায় অনেক গুণীজনের সাহচর্য পেয়েছেন। তিনি ঢাকার সরকারী সঙ্গীত কলেজ, কলকাতার বাণীচক্র মিউজিক ও ড্যান্স কলেজ এবং প্রাচীন কলাকেন্দ্র থেকে সঙ্গীতে কোর্স সম্পন্ন করেছেন। ব্যক্তিগতভাবে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে যাদের কাছে তালিম নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওস্তাদ কৃষ্ণ কান্ত আচার্য, কলকাতার বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী প্রয়াত সুশীল মল্লিক, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মহম্মদ, ওস্তাদ রাম কানাই দাস প্রমুখ। বৈবাহিক কারণে সিলেটে অবস্থান কালে সিলেট বেতারে রব্ন্দ্রীসঙ্গীতের নিয়মিত শিল্পী হিসেবে যোগদান করেন। বিভিন্ন মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে থাকেন। ব্যক্তিগত কারণে বেশ কয়েক বছর সঙ্গীত চর্চা থেকে বিরত থাকার পর স্বামী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামীর অনুপ্রেরণায় আবারও সঙ্গীত জগতে ফিরে এসেছেন। বর্তমানে তিনি বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী মেজবাহুল আযম মনজুর কাছে নিয়মিত তালিম নিচ্ছেন। তারই উৎসাহ ও তত্ত্বাবধানে অনিমা গোস্বামীর প্রথম এ্যালবাম ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ প্রকাশ হয়েছে। এ্যালবামের জন্য তিনি দেশ বিদেশের সকল শ্রোতার কাছে আশীর্বাদ প্রার্থী।
×