ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাছরাঙায় আজ টেলিফিল্ম ‘মায়ানদী’

প্রকাশিত: ০৫:০০, ১০ আগস্ট ২০১৭

মাছরাঙায় আজ টেলিফিল্ম ‘মায়ানদী’

স্টাফ রিপোর্টার ॥ মাছরাঙা টেলিভিশনে আজ সন্ধ্যা ৭-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘মায়ানদী’। স্বাধীন শাহ্রে রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন বর্ণ নাথ। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, শিল্পী সরকার অপু, শ্যামল মাওলা, সেলিম রেজা, সানজিদা তন্ময়, মুনিরা মিঠু, হিমে হাফিজ, জেসিকা জারা, ফকরুল প্রমুখ। মফস্বলের জীবন ঘনিষ্ট এক গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘মায়ানদী’। টেলিফিল্মের গল্পে দেখা যাবে জীবন সংসার নামক মায়ানদীতে একা বদিউজ্জামান। এলোমেল তার জীবনের ধারা। মহল্লার সবাই তাকে বদি মাস্তান বলেই জানে। নিজের জীবনকে ঘৃণা করে। এর পরই ঘৃণা করে তার গর্ভধারিণী মাকে। কারণ মা তার জন্মদাতা কে জানে না তাই। সে অনেকবার আত্মহত্যা করতে চেয়েছে কিন্তু পারেনি। মৃত্যুর সম্মুখীন হয়েছে অনেকবার কিন্তু কোন এক দৈব্যপাকে বেঁচে গেছে বারবার। বদির নিঃসঙ্গ নষ্ট জীবনের একমাত্র ভাললাগা হলে হরিপদ কাকু। হরিপদ শীলকে বদি অনেক ভালবাসে। উপওয়ালা এই দুই নিঃসঙ্গ জীবনকে এক মোহনায় মিলিত করে দিয়েছে। বদিউজ্জামান পরাজিত হচ্ছে আবেগের কাছে। তার কেমন জানি বাঁচতে ইচ্ছে করছে। তার জীবনে মায়া নোঙ্গর করতে চাইছে। মায়া এই মহল্লাতে নতুন এসেছে। বদি কোনভাবেই মেনে নিতে পারছে না মায়াকে। মায়ার হাসি, মায়ার সৌন্দর্য, মায়ার মায়াবী চাহুনি, মায়াময় কথা বদির ভেতরটা এলোমেল করে দিচ্ছে। হরিপদ শীলও বদিকে নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে। মায়াকে জড়িয়ে মায়াময় সংসারের স্বপ্ন দেখাচ্ছে। বদিউজ্জামানের আত্মা কখনও কখনও মায়াকে আগলে বাঁচতে চায়। আবার কখনও মায়াকে দেখলেই ক্ষেপে যায়। বদি কোনভাবেই সংসার জীবন মেনে নিতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় তার ভেতরে জন্ম নেয়া প্রেমকে সে মেরে ফেলবে। তাকে দিয়ে ঈশ্বর কেন নতুন সন্তানকে পৃথিবীতে আনার পরিকল্পনা করছে। মরতে হবে মায়াকে। বদিউজ্জামান মায়ার প্রতি তার সমস্ত ভাললাগা ভালবাসার অনুভূতি হত্যা করে ভালবাসার মানুষের হন্তারক হতে প্রস্তুত হতে থাকে।
×