ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শাকিবের শূটিংয়ে বাধা নেই

প্রকাশিত: ০৩:৩৫, ২৪ জুলাই ২০১৭

শাকিবের শূটিংয়ে বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার সুপারস্টার শাকিব খানের তিন চলচ্চিত্রে অভিনয়ে আর বাধা রইল না। অশালীন বক্তব্যের কারণে এরই মধ্যে চলচ্চিত্র পরিবার কয়েকবার তাকে বয়কট করে। সর্বশেষ ১৭ জুলাই প্রেস বিজ্ঞপ্তিতে আবারও বয়কটের ঘোষণা দেয় ১৮ সংগঠনের চলচ্চিত্র পরিবার। এর ফলে ‘আমি নেতা হবো’, ‘মামলা হামলা ঝামেলা’ ও ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ নামের তিনটি চলচ্চিত্রের নির্মাণ নিয়ে সংশয় দেখা দেয়। এই তিন চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে করা রিট আবেদনের ওপর রবিবার (২৩ জুলাই) শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই তিন চলচ্চিত্রে শাকিব খানের অভিনয়ে কোন বাধা নেই বলে আদেশ দেন। আদালতে রিট আবেদন করেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার মোঃ সেলিম খান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। রিটে তথ্য সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সভাপতি ও সদস্য সচিব, ফিল্ম ডিরেক্টর এ্যাসোসিয়শনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনকে বিবাদী করা হয়। এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, শাকিব খানকে নিষিদ্ধ করা হয়নি। আমরা বলেছি, তার সঙ্গে আমরা কেউ কাজ করব না। তাকে কাজ করতে নিষেধ করা হয়নি। তিনি কাজ করবেন কিন্তু তার সঙ্গে আমাদের কেউ কাজ করলে স্ব স্ব সমিতি ব্যবস্থা নেবে। কোন পরিচালক কাজ করলে পরিচালক সমিতি ব্যবস্থা নেবে। শিল্পী কাজ করলে শিল্পী সমিতি ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, চলচ্চিত্র ঐক্যজোটে শামিল ১৮ সংগঠনের ‘চলচ্চিত্র পরিবার’ শাকিব খানকে বয়কটের সিদ্ধান্ত নেয়। আর শিল্পী সমিতিতে থাকায় সমিতি তার সদস্যপদ বাতিল করার বিষয়টি চূড়ান্ত করে। নীতিগত এ সিদ্ধান্ত নেয়া হয় ২৩ জুন, যা এখনও বলবৎ রয়েছে। রাজপথে নেমে তুমুল আন্দোলনের পরেও সমালোচিত যৌথ প্রযোজনার দুই চলচ্চিত্র ‘নবাব’ ও ‘বস-টু’ আনকাট সেন্সর ও মুক্তি পায় গেল ঈদে। দুটি চলচ্চিত্র মুক্তির পক্ষে শাকিব খান কাজ করেছেন। আর এই অভিযোগে ‘চলচ্চিত্র পরিবার’ শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য বয়কটের সিদ্ধান্ত নেয়।
×