ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় জমে উঠেছে আন্তঃস্কুল ও আন্তঃজেলা নাট্যোৎসব

প্রকাশিত: ০৩:২৫, ২০ মার্চ ২০১৭

বগুড়ায় জমে উঠেছে আন্তঃস্কুল ও আন্তঃজেলা নাট্যোৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়া থিয়েটার, লিটল থিয়েটার ও ভোর হলো বগুড়া আয়োজিত আট দিনব্যাপী আন্তঃস্কুল ও আন্তঃজেলা নাট্যোৎসব অনেকটাই জমে উঠেছে। শিশু কিশোর নাট্যকর্মী, তাদের স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকসহ সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে বগুাড়ার স্থানীয় শহীদ টিটু মিলনায়ত। এ উৎসবের তৃতীয় দিন রবিবার মোট ৪টি নাটক মঞ্চস্থ হয়। নাট্য উৎসবে গতকাল বিকেলে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মঞ্চস্থ করে কাজী নজরুল ইসলামের কবিতা অবলম্বনে এ্যাডভোকেট পলাশ খন্দকার রচিত এবং সিজুল ইসলাম নির্দেশিত নাটক ‘খুকি ও কাঠবিড়ালী’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে আইনুন নাহার শিখা, মাহাফুজ আক্তার মনি, মাহাবুবা আক্তার মুক্তা, জিনিয়া ইসলাম রচনা, সুমাইয়া আফরিন জুঁই, মালিহা ইসলাম মিসৌরী, শাকিরা তাসনিম। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে রচিত ওসমান গণি নির্দেশিত ‘আমরা সবাই রাজা’ নাটক মঞ্চায়ন করে বগুড়া জিলা স্কুল। নাটকে অভিনয় করে ফয়সাল আহম্মেদ সজিব, আল্লামা ওয়াস্তী, ফারহান বাসিম নাহিন, তৌহিদ মুগ্ধ, ইশতিয়াক বিন হাবিব, ইশতিয়াক ইশরাক আবিদ, লুবান মেহেদী সাম্মাম, রাবিবুজ্জামান সাব্বির। শিশুতোষ নাটক দুটি মঞ্চায়নের পর শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুন্ড্র ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, ডোবিন প্রধান (শিক্ষা) এবং টিএমএসএসের পরামর্শক নাজমুল হক, সিরাজগঞ্জ নাট্যলোকের অধিকর্তা মমিন বাবু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ উপ-পরিচালক সালাম সাকলাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ রাজা। আলোচনার পর আন্তঃজেলা নাট্যোৎসবে নাট্যলোক সিরাজগঞ্জ মঞ্চায়ন করে শাহমান মৈশান রচিত দেবাশীষ ঘোষ নির্দেশিত নাটক ‘নারী নসিমন’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সঙ্গীতা সাহা শারমিন সুলতানা, আফরোজা আহম্মেদ বীনা, শাহানা খাতুন, মামুনুর রশিদ, জিয়াউল হক, আবদুল কাদের, রাজু আহসান, ফিরোজ আলী, শিশির রহমান, আলিম, আবদুল হালিম, নাসির উদ্দিন, শুভ কুমার, নাজমুল, ইমরান শেখ, সুমন চক্রবর্তী, হাশেম আলী, বাসুদেব সূত্রধর, বাপন সাহা, শ্রীদাম সাহা, নাজমুল হাসান পৃথিবী প্রমুখ।
×