ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এনামুল কবিরের ‘শাশ্বত বঙ্গবন্ধু’ ভিডিও এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৩:৫২, ৫ মার্চ ২০১৭

এনামুল কবিরের ‘শাশ্বত বঙ্গবন্ধু’ ভিডিও এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ জাতীর জনক বঙ্গবন্ধুকে সুরে সুরে শ্রদ্ধা জানিয়ে গাওয়া গানের এ্যালবাম বের করেছেন দেশের প্রবীন শিল্পী ও বরেণ্য গিটার প্রশিক্ষক এনামুল কবির। মিউজিক ভিডিওর এ্যালবামের নাম ‘শাশ্বত বঙ্গবন্ধু’। সম্প্রতি জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ উপলক্ষে আমরা সুর্যমুখী আয়োজিত অনুষ্ঠানে এ্যালবামের মোড়ক উন্মোচন ও ভিডিওচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাতিত্ব করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান সমন্বয়ক ( তদন্ত সংস্থা), আব্দুল হান্নান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন ঢাবির সাবেক উপাচার্য এমিরেটাস অধ্যাপক একে আজাদ চৌধুরী, ঢাবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসিম আহমাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. মহিত উল আলম, বাংলাদেশ অওয়ামী লীগের বন ও পরিবেশক সম্পাদক মো: দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আমরা সুর্যমুখীর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম। অনুষ্ঠানে আবৃত্তি করেন শিরীনা বিথি। শাশ্বত বঙ্গবন্ধু’ মিউজিক ভিডিও এ্যালবামটি প্রকাশ করেছে সুরের মেলা। এ্যালবামের গানগুলো হলো ‘বঙ্গবন্ধু ফিরে এলে’, ‘সে দিন আকাশে শ্রাবনের মেঘ ছিল’, ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান’, ‘তুমি চলে গেছো’, ‘যদি রাত পোহালে শোনা যেত’ এবং ‘শোন একটি মুজিবরের কন্ঠ থেকে’ প্রভৃতি। এ্যলাবামের সঙ্গীতায়োজন করেছেন আলমাস আলী ও জুয়েল আল্ দ্বীন। এ্যালবামের গান লিখেছেন মো: আব্দুর রহমান, অধ্যাপক আবু সাঈদ, গৌরী প্রসন্ন মজুমদার, কবি জাহিদুল হক ও হাসান মতিউর রহমান। গানগুলোর সুর করেছেন সুধীন দাস গুপ্ত, সাদী মোহাম্মদ, শ্যামল মিত্র, সত্য সাহা, মলয় কুমার গাঙ্গুলী এবং অংশুমান রায়। এ্যালবামে শিল্পী পরিচিতি এবং জাতীর জনক বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেছেন শিল্পী এনামুল কবির। এ্যালবামের ভিডিও দৃশ্য পরিকল্পনা মেহেদী হাসান বাবু এবং ভিডিও পরিচালনা এস আর রহমান। নেপথ্য কন্ঠ এস আর রহমান ও এনামুল কবির। ৭৪ বছর বয়সী শিল্পী এনামুল কবিরের জন্ম নড়াইল জেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামে। তিনি একাধারে কণ্ঠশিল্পী, গিটারশিল্পী, সুরকার ও স্বরলিপিকার। বাংলাদেশ গিটারশিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এনামুল কবিরের গিটারেই ৫৮ বছর কেটে গেছে। ১৯৮১ সালে তার বাজানো হাওয়াইন গিটারে হারানো দিনের গান শিরোনামে এ্যালবাম বের হয়। এরপর ১৯৮৪ সালে গিটারে মুক্তিযুদ্ধের গান। এ্যালবামের সঙ্গে গানগুলোর স্বরলিপির একটি বইও বের হয়। গিটারে বাজানো তার এই এ্যালবামের মুক্তিযুদ্ধের গানগুলো এখন নিয়মিত সংসদ টেলিভিশনে বাজছে। ১৯৭০ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ১১০টি ভাষণের ‘শেকরের সন্ধানে’ নামে ৩৫ ঘণ্টার যে সিডি বের হয়েছিল। এনামুল কবির নিজে যা শিখেছেন, তা ছড়িয়ে দিয়েছেন। এক হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে হাওয়াইন গিটার শিখিয়েছেন। যুবক বয়সে বঙ্গবন্ধুর ¯েœহধন্য এনামুল কবিরের হাত ধরে অনেকেই গিটারে বিভিন্ন গানের সুর তোলা শিখেছেন। এনামুল কবিরের গিটারের সুরের প্রশংসা ও আশীর্বাদ করেছিলেন বঙ্গবন্ধু। তবে ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বরণের ফলে এনামুল কবিরের আর মূল্যায়ন হয়নি। দেশের জন্য এনামুল কবিরের যে ভূমিকা দেশ মাতৃকার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন তার মূল্যায়ন হয়নি। এ নিয়ে পরিণত বয়সে এসেও তার এবং তার পরিবারের সদস্যদের আক্ষেপ, শিল্পী হিসেবে তার যথাযথ মূল্যায়ন হয়নি। জাতীয়ভাবে কোন স্বীকৃতি পাননি। সংশ্লিষ্টরা বলছেন বেঁচে থাকতেই যেন এনামুল কবির তার কাজের স্বীকৃতি পান সে বিষয়ে সরকারসহ সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন তারা।
×