ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাবিরা সুলতানার একক সঙ্গীতানুষ্ঠান কাল

প্রকাশিত: ০৫:৪৬, ২৫ অক্টোবর ২০১৬

সাবিরা সুলতানার একক সঙ্গীতানুষ্ঠান কাল

স্টাফ রিপোর্টার ॥ কবি সংগঠন ‘অনুপ্রাস’-এর তিন দশক পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে সংগঠনটি। এ উপলক্ষে আগামীকাল রাজধানীর পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনাতনে আলোচনা সভা, কবিতা পাঠ, সম্মাননা প্রদান এবং নজরুল সঙ্গীতশিল্পী সাবিরা সুলতানার একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠান উদ্বোধন করবেন কবি ও গীতিকার খোশনুর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা কবি শরীফ এম আফজাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি শামসুন্নাহার ফারুক। এছাড়াও অনুষ্ঠানে দেশের বরেণ্য কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন। জানা গেছে, অনুষ্ঠানে শিল্পী সাবিরা সুলতানা নজরুল সঙ্গীতের পাশাপাশি তার দুটি এ্যালবামের গানও করবেন। শিল্পী সাবিরা সুলতানা মূলত একজন নজরুল সঙ্গীতশিল্পী। এছাড়া তিনি হারানো দিনের গানও করে থাকেন। সাবিরা সুলতানার ‘নীল পাহাড়ের মেয়ে’ এবং ‘মেঘের দেশে ভেসে ভেসে’ নামে দুটি এ্যালবাম বাজারে আছে। তিনি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শিল্পী। বাংলাদেশ টেলিভিশনেও নিয়মিত সঙ্গীত পরিবেশন করে থাকেন। সঙ্গীতচর্চার পাশাপাশি সাহিত্যচর্চাও করেন সাবিরা সুলতানা। এ পর্যন্ত তার রচিত ১২টি ও ইংরেজীতে অনূদিত একটিসহ মোট ১৩টি গ্রন্থ প্রকাশ হয়েছে। সাবিরা সুলতানার জন্ম ময়মনসিংহের নানাবাড়িতে। তারপর ঢাকাতেই তার বেড়ে ওঠা। সঙ্গীত ও সাহিত্যচর্চার পাশাপাশি ডিজাইনও করেন। প্রকৃতি তার চিন্তা এবং লেখালেখির প্রধান বিষয়। তার সঙ্গীতচর্চা, সাহিত্যচর্চা ও বিভিন্ন ডিজাইনে প্রকৃতির প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। প্রকৃতি প্রেমিক সাবিরা সঙ্গীতচর্চায় নিয়তই হারিয়ে যান সবার মাঝে।
×