ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিশেষ টেলিফিল্ম ‘নিশিপুত্র’

প্রকাশিত: ০৩:৪৪, ৬ অক্টোবর ২০১৬

বিশেষ টেলিফিল্ম ‘নিশিপুত্র’

স্টাফ রিপোর্টার ॥ মাছরাঙা টেলিভিশনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭-৫০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘নিশিপুত্র’। মোহাম্মদ ইকবাল হোসেনের গল্প অবলম্বনে ‘নিশিপুত্র’ টেলিফিল্মের চিত্রনাট্য করেছেন দয়াল সাহা ও ফরিদ উদ্দিন মোহাম্মদ। নির্দেশনা দিয়েছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। এ টেলিফিল্মের বিশেষ বৈশিষ্ট্য হলে এতে ৬টি চরিত্রে অভিনয় করেছেন দেশের শক্তিমান অভিনেতা আজাদ আবুল কালাম। এর গল্পে কখনও তিনি গ্রামের আড়তদার, কখনও চেয়ারম্যান, মাতব্বর, নেতা, আবার কখনও নারী পাচারকারী। প্রতিটি চরিত্রেই নিজেকে তুলে ধরেছেন আলাদা বৈশিষ্ট্যে। গল্পের আরেক মূল চরিত্রে চোরের ভূমিকায় অভিনয় করেছেন প্রভিভাবান শিল্পী শতাব্দী ওয়াদুদ। মূলত গ্রামের নিম্নবর্গের একজন অসহায় মানুষ ষড়যন্ত্রের শিকার হয়ে চোরের অপবাদ নিয়ে চলতে চলতে একপর্যায়ে কি করে নিজেই চোর হয়ে ওঠেন সেই গল্পই বলা হয়েছে ‘নিশিপুত্র’ টেলিফিল্মে। গল্পের বাঁকে বাঁকে দেখানো হয়েছে মানবিক বিপর্যয়, খাদের অভাব, চিকিৎসার অভাবে একমাত্র কন্যা হারানোসহ নিদারুণ সব দৃশ্য। গল্পে অভাব আর দুর্বিষহ দিনগুলোতে চোরের বউ হয়ে পাশে থেকেছেন অভিনেত্রী মৌটুসি বিশ্বাস। এ প্রসঙ্গে নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন, ‘নিশিপুত্র’ টেলিফিল্মে গল্প বলার ঢঙ ও নির্মাণে কিছুটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছি। আশা করছি কাজটা দর্শকদের ভাল লাগবে। জানা গেছে ‘নিশিপুত্র’ টেলিফিল্মটি আগামীকাল শুক্রবার সকাল ১০-৩০ মিনিটে পুনর্প্রচার হবে।
×