ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘গল্প কথা’ এ্যালবামের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৪:১১, ৯ জুন ২০১৬

‘গল্প কথা’ এ্যালবামের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ জিয়াউদ্দিন আলমের কথা ও আয়োজনে ‘গল্প কথা’ এ্যালবামটি গত ভালবাসা দিবসে ডিজিটালি রিলিজ হয়। তবে সম্প্রতি এ্যালবাম সিডি আকারে বাজারে এসেছে। সম্প্রতি জিসান মাল্টিমিডিয়ার কার্যালয়ে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয় এ এ্যালবামের মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন করে বিজলী চলচ্চিত্রে অভিনয় করতে আসা কলকাতার সুঅভিনেত্রী শতাব্দী রায় ও নবাগত অভিনেতা রণবীর। উপস্থিত ছিলেন ‘বিজলী’ চলচ্চিত্রের প্রযোজক ও অভিনেত্রী ববিসহ আরও অনেকে।জানা গেছে ‘গল্প কথা’ এ্যালবামে মোট ১০টি গান রয়েছে। এতে গান গেয়েছেন কন্ঠ শিল্পী সৈয়দ শাহীদ, বেলাল খান, তানভীর শাহিন, লিজা, শাহরিয়ার রাফাত, প্রত্যয় খান, রাফি মাহমুদ, এসডি সাগর, ইয়াসমিন লাবণ্য, হাসনাত তুষার ও তৌরি। এ্যালবামের একটি গান লিখেছেন স্নেহাশীষ ঘোষ, একটি লিখেছেন ফিদেল নাইম, বাকি ৮টি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। এ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, প্রত্যয় খান, রেজয়ান শেখ ও রাফাত। এ্যালবামের গানগুলোর শিরোনাম হলো ‘সব কিছু’, ‘বন্ধুরে’, ‘কল্পনাতে’, ‘ও সখী’, ‘জাহানারা’, ‘তোর জন্য’, ‘সখীরে’, ‘বিভোর হয়ে’, ‘হারিয়ে যাওয়া স্মৃতি’ ও ‘দূরে’।
×