ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যশ চোপড়ার ব্রোঞ্জ মূর্তি স্থাপিত হল সুইৎজারল্যান্ডে

প্রকাশিত: ২০:৩৫, ৬ মে ২০১৬

যশ চোপড়ার ব্রোঞ্জ মূর্তি স্থাপিত হল সুইৎজারল্যান্ডে

অনলাইন ডেস্ক ॥ তাঁর ছবির রোমান্টিক গানে শিফন শাড়ির নায়িকা, সুইৎজারল্যান্ডের লাস পর্বতের অসাধারণ লোকেশন আর নায়ক-নায়িকার মাখো মাখো প্রেম, এ সব দেখতে অভ্যস্ত আপামর ভারতবাসীর চোখ। সুইৎজারল্যান্ডের নৈস্বর্গিক সৌন্দর্যকে তাঁর ছবির মধ্যে দিয়ে আরও একটু জনপ্রিয় করে তুলেছেন যিনি তিনি যশ চোপড়া। জনপ্রিয় এই ভারতীয় পরিচালক-প্রযোজকের অনন্য অবদানকে স্বীকৃতি দিতেই এ বার যশ চোপড়ার ব্রোঞ্চ মূর্তি স্থাপন করল সুইৎজারল্যান্ড সরকার। মূর্তিটির ওজন ২৫০ কিলো। বুধবার এই মূর্তির উদ্বোধনে উপস্থিত ছিলেন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া এবং পুত্রবধূ রানি মূখার্জি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×