ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লোকাঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন

প্রকাশিত: ০৩:৩৫, ৯ এপ্রিল ২০১৬

লোকাঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তনে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সংবর্ধনা দেয়া হবে বরেণ্য লোকসঙ্গীতশিল্পী রথীন্দ্রনাথ রায়কে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করবেন নারায়ণ চন্দ্র শীল, খগেন্দ্রনাথ সরকার, মোঃ রহমতুল্লা, শ্যামল কুমার পাল, নিপা সরকার, শায়লা শারমীন, লিপিকা বিশ্বাস, ফয়েজ আহমেদ, মৌমিতা মুমু, কামরুন নাহার আবেদী ঝর্ণা, ফেরদৌসী ইয়াসমিন, সম্প্রীতি সরকার (সিঁথি), মাহফুজার রহমান, জোনাকী রানী শীল, লীনা রানী বর্মণ, শরীফ হাসান চৌধুরী সৌদ প্রমুখ।
×