ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আসছে শশি জাফরের নতুন এ্যালবাম ‘মেন্টাল’

প্রকাশিত: ০৬:৩০, ২০ ফেব্রুয়ারি ২০১৬

আসছে শশি জাফরের নতুন এ্যালবাম ‘মেন্টাল’

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতাঙ্গনে মৌলিক গানের সঙ্কট চলছে। এই সঙ্কটের মধ্যেও কেউ কেউ নিজের ঐকান্তিক চেষ্টায় মৌলিক বাংলা গান তৈরির চেষ্টা করছেন। তেমনি একজন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শশি জাফর। মৌলিক গানের প্রতিভাবান এ শিল্পীর ভিন্ন ধারার বেশকিছু এ্যালবাম প্রশংসিত হয়েছে। দেশের অনেক জনপ্রিয় শিল্পীর সঙ্গে বিভিন্ন এ্যালবামে তিনি গেয়েছেন। এর মধ্যে রয়েছে এ্যান্ড্রু কিশোর, সুবীর নন্দী, শাকিলা জাফর এবং মমতাজের মতো শিল্পী। শিল্পীর একক ৮টি, ডুয়েট ৬টি এবং বেশ কিছু মিক্সড এ্যালবাম বের হয়েছে। এ্যালবামের পাশাপাশি বিভিন্ন চ্যানেলে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন বিটিভি ও বাংলাদেশ বেতারের ক শ্রেণীর তালিকাভুক্ত শিল্পী শশি জাফর। এছাড়াও তিনি এটিএনবাংলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ এ গেয়ে প্রশংসিত হয়েছেন। দেশের মেধাবী এই শিল্পীর গাওয়া ৯ নাম্বার একক এ্যালবাম অচিরেই বাজারে আসছে। ‘মেন্টাল’ নামের এ এ্যালবামে সফট মেলোডি ও স্যাড রোমান্টিক টাইপের মোট ১০টি মৌলিক গান থাকছে। গানগুলো লিখেছেন শ্রাবন্ত জেড, কবির বকুল, দোবশিষ দাস, সুদীপ কুমার এবং শিল্পী শশি জাফর নিজে। এছাড়া এ্যালবামে একটি লালন গীতি থাকছে। এ্যালবামের বেশিরভাগ গানের কম্পোজিশনের কাজ শেষ। গানগুলোর সুর করেছেন প্রতিক হাসান, রাজেশ ও শিল্পী নিজে। কম্পোজ করেছেন অমিত চ্যাটার্জি, প্রতিক হাসান, রাজেশ ও আলী আকবর রুপু। এ্যালবামের গান গুলোর মধ্যে রয়েছে ‘মায়া’, ‘এই শোন শোন’, ‘তুমি দিও শান্তির ডোর’, ‘চেহারাতে রং সাজিয়ে’, ‘ভালবাসতে যদি না পার’, ‘বড় লোকের বেটি লো’ এবং লালনগীতি ‘আশা পূর্ণ হলো না’। এর মধ্যে রুদ্রনীলের পরিচালনায় ‘মায়া’ গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন শিল্পী। এতে মডেল হয়েছেন সুপার হিরো মেহেদী হাসান ও মডেল পারিজাত পারি। নতুন এ এ্যালবাম এবং ‘মায়া’ গানটির মিউজিক ভিডিওটি নিয়ে বেশ আশাবাদী শশি জাফর। ভিডিওটি দর্শকরা পছন্দ করবে এটাই তার প্রত্যাশা। শিল্পী শশি জাফরের আগের এ্যালবামগুলোর মধ্যে রয়েছে, সঙ্গীতার ব্যানারে একক এ্যালবাম ‘প্রেম ডুবুরী’, সুরাঞ্জলির ব্যানারে মমতাজের সঙ্গে ডুয়েট ‘বন্ধু আমার গোলাপী’, এ্যান্ড্রু কিশোর, মমতাজ ও নাজু আখন্দের সঙ্গে মিক্সড ‘চলো পালাই’, মিল্টন খন্দকারের কথা ও সুরে মার্স-এর প্রযোজনায় ‘হয়তো ভুলে গেছো’ এবং সঙ্গীতার ‘কেন এত কষ্ট দিলে’, দেবার সুর ও সঙ্গীতে শেখরের সঙ্গে ডুয়েট ‘প্রিয়ার হাতে লাল মেহেদী’, একক ‘বেশি প্রেমে বেশি জ্বালা’ এবং মিক্সড ‘আমার দুচোখে শুধু তোমাকে দেখি’। সবার দোয়া ও ভালবাসা নিয়ে নতুন নতুন মৌলিক সৃস্টির মাধ্যমে সঙ্গীত অঙ্গনকে সমৃদ্ধ করতে চান শশি জাফর। তার জন্য অনেক শুভ কামনা।
×