ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হাসান ইমাম সাগর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ॥ একঝাঁক তরুণের হাতে ‘অসমাপ্ত আত্মজীবনী’

প্রকাশিত: ০৬:০০, ৪ মার্চ ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ॥ একঝাঁক তরুণের হাতে ‘অসমাপ্ত আত্মজীবনী’

প্রজন্ম থেকে প্রজন্মের ধারায় একঝাঁক তরুণ। হাতে হাতে অসমাপ্ত আত্মজীবনী। এই আত্মজীবনী একটি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত জাতির চরম সঙ্কট মুহূর্তের আত্মকাহন। আমাদের মাঝে তার শারীরিক উপস্থিতি নেই। আছে তার জীবনাদর্শ। যে আদর্শ এনে দিয়েছিল স্বাধীনতা। বাঙালী জাতি যখন ঘোর সঙ্কটে দিশেহারা তখন আলোকবর্তিকা হয়ে হাজির হন শেখ মুজিবুর রহমান। তার জীবনী গ্রন্থই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। এই আত্মজীবনী পাঞ্জেরির মতো গোটা বাংলার মানুষের পথ প্রদর্শক, দিক-নির্দেশক। এ জন্য প্রয়োজন এই আত্মজীবনী অধিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ জাগ্রত করে তোলা। আর এ জন্য ব্যতিক্রমী উদ্যেগ গ্রহণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি তরিকুল ইসলাম। তিনি মহান ভাষার মাসে তিনি এক ঝাঁক তরুণ মেধাবীদের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি তুলে দিয়েছেন। এই বিষয়ে তরিকুল ইসলাম বলেন, সাধারণ একজন মানুষ থেকে কীভাবে একটা দেশের জাতির পিতা হওয়া যায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার মাধ্যমে তা জানা যায়। বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতার নিজ হাতেগড়া সংগঠন। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী জাতির পিতার আদর্শের সৈনিক। আমরা সভা-সেমিনার বক্তব্যে জাতির পিতার আদর্শের কথা বলে থাকি কিন্তু অনেকেই জানে না জাতির পিতার আদর্শ বলতে কি বোঝায়। আমার মনে হয়েছে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীর জাতির পিতার রাজনৈতিক জীবন জানা আবশ্যক। তিনি আরও বলেন, আমি এবারের বইমেলা থেকে অসমাপ্ত আত্মজীবনী সংগ্রহ করে ৩০০ শিক্ষার্থীকে উপহার দিয়েছি এবং ভালোভাবে পাঠ করার নির্দেশ দিয়েছি। আমার মনে হয় যারা অসমাপ্ত আত্মজীবনী পড়বে তাদের মধ্যে একটা পরিবর্তন আসবে। তাই বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বাংলাদেশের সকল ছাত্রলীগের নেতাকর্মীদের একযোগে কাজ করা উচিত।
×