ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে পিডিলাইটের দ্বিতীয় এ্যাডহেসিভ ফ্যাক্টরির উদ্বোধন

প্রকাশিত: ১২:১৩, ২৫ আগস্ট ২০১৯

বাংলাদেশে পিডিলাইটের দ্বিতীয় এ্যাডহেসিভ ফ্যাক্টরির উদ্বোধন

পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশে দ্বিতীয় অত্যাধুনিক ফ্যাক্টরির কার্যক্রম শুরু করল। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ভারত পুরি আনুষ্ঠানিকভাবে ফ্যাক্টরির কার্যক্রম উদ্বোধন করেন। পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানি যা শীর্ষস্থানীয় এ্যাডহেসিভ, সিল্যান্টস এবং কন্সট্রাকশন কেমিক্যালস প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মুন্সীগঞ্জে প্রথম ফ্যাক্টরির পর এটি বাংলাদেশে পিডিলাইটের দ্বিতীয় ফ্যাক্টরি। ১৫ বছর আগে পিডিলাইট বাংলাদেশে প্রথম যাত্রা শুরু করে যা আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি মার্কেট। বিশ্বের ৭০টিরও বেশি দেশে পিডিলাইট তার অপারেশন বিস্তৃতি করেছে এবং বাংলাদেশে ২টিসহ ভারতের বাইরে ৮টি ফ্যাক্টরি রয়েছে। পিডিলাইট বাংলাদেশের ভবিষ্যত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে দ্বিতীয় এই ফ্যাক্টরিটি ৫.৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত যেখানে ৫৫ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে যা বাংলাদেশে গ্রাহকদের চাহিদা পূরণ করবে এবং বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করবে। স্থানীয় বাজারের চাহিদা পূরণে নতুন এই ফ্যাক্টরিতে ৫০ জনেরও বেশি কর্মী শীর্ষস্থানীয় ফেভিকল ব্র্যান্ডের পণ্য যেমন ফেভিকল এস এইচ, ফেভিকল স্পিডেক্স, ফেভিকল মেরিন, পিগমেন্ট ইমালশন, পিডিটিন্ট এবং হোয়াইট ইমালশন প্রস্তুত করবে এবং এই ফ্যাক্টরিটি হবে জিরো ডিসচার্জ অর্থাৎ পরিবেশবান্ধব। -বিজ্ঞপ্তি
×