ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাউজানে গড়ে উঠছে বিসিক শিল্প নগরী

প্রকাশিত: ০৯:২৯, ২৬ জুন ২০১৯

রাউজানে গড়ে উঠছে বিসিক শিল্প নগরী

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ সরকার কর্মসংস্থান বাড়াতে চট্টগ্রামের রাউজান উপজেলায় গড়ে তুলছে আরেকটি বিসিক শিল্প নগরী। চট্টগ্রামের নাসিরাবাদ, ফৌজদারহাট, মীরসরাই ও কালুরঘাট শিল্প এলাকার মতোই গড়ে তোলা হচ্ছে এই শিল্প নগরী। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার তত্ত্বাবধানে এই শিল্প নগরী গড়ে উঠছে বলে জানালেন প্রকল্প পরিচালক ও বিসিক-এর চট্টগ্রামের শিল্প সেবা কেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম হামিদুল হক চৌধুরী। প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে ৩৫ একর জায়গার ওপর গড়ে ওঠা এই শিল্প নগরীতে প্রায় ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ স্মল এ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিক) চট্টগ্রাম সার্ভিস সেন্টার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ ছিল চলতি বছরের জুন পর্যন্ত। বিসিকের আওতায় চট্টগ্রামের রাউজানে এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে দ্রুত গতিতে। প্রায় ৩৫ একর জায়গার ওপর এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ভূমি অধিগ্রহণে কালক্ষেপণ হয়েছে অনেক বেশি। ভূমি অধিগ্রহণে ব্যয় হয়েছে প্রায় ২৪ কোটি টাকা। ভূমি অধিগ্রহণ নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ার কারণে এই প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করে ২০২১ সালের জুন পর্যন্ত নেয়া হচ্ছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এই প্রকল্পে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য ১৮৪ প্লট নির্ধারণ হবে। এরমধ্যে ১৪৮ প্লটে শিল্প ইউনিট প্রতিষ্ঠা করা হবে। প্রকল্পে প্রবেশের জন্য ৪০ ফুট প্রশস্ত এপ্রোচ সড়ক তৈরি করাসহ প্রত্যেকটি প্লটের সামনে ৩০ ফুট প্রশস্ত রাস্তা থাকবে। সরকারের উন্নয়ন বাজেট থেকে প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নে ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। এ বিষয়ে প্রকল্প পরিচালক ও বিসিক-এর চট্টগ্রামের শিল্প সেবা কেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম হামিদুল হক চৌধুরী জনকণ্ঠকে জানিয়েছেন, রাউজানের এই প্রকল্পের জন্য ৩৫ একর জমি নির্ধারণ করা হয়েছে। কিন্তু ভূমি অধিগ্রহণে অনেক সময় নষ্ট হওয়ার কারণে প্রকল্প যথা সময়ে বাস্তবায়ন সম্ভব হচ্ছেনা। ফলে প্রকল্প বাস্তবায়নের মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা প্রয়োজন। এ প্রকল্প বাস্তবায়িত হলে শুধু দেশী নয় বিদেশী উদ্যোক্তাও আসতে পারে। ৮০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প স্থানীয়দের উন্নয়নের দ্বার খুলে দিবে। স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, রাউজানে বিসিক শিল্প নগরী গড়ে উঠলে শিল্প উদ্যোক্তা বৃদ্ধি পাবে। নতুন নতুন উদ্যোক্তার কারণে বিদেশ থেকে পণ্য আমদানি যেমন হ্রাস পাবে। তেমনি রফতানি পণ্য তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পে অনেক উৎপাদিত পণ্য রয়েছে যা শুধু চট্টগ্রাম কেন্দ্রিক ব্যবহার হচ্ছে। শিল্পমেলার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেমন এসব পণ্য বাজারজাত হতে পারে তেমনি বিদেশেও রফতানির ব্যবস্থা করতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে। এদিকে, স্থানীয় জনসাধারণ অপেক্ষায় রয়েছে এই শিল্প নগরী চালু কখন হচ্ছে। কারণ স্থানীয় বিত্তশালীরা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললে সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ছোট বড় মোট ১৪৮টি প্রতিষ্ঠানে কমপক্ষে ১৪/১৫ হাজার বেকার যুবকের চাকরির সুযোগ হবে। এক্ষেত্রে স্থানীয়দের যোগদানের কারণে শিল্প উদ্যোক্তাদের উৎপাদনে যেমন গতিশীলতা বৃদ্ধি পাবে তেমনি উৎপাদন ব্যয়ও সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
×