ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

৪ বছরে ২৬ হাজার কোটি টাকা মুনাফা করেছে বিপিসি

প্রকাশিত: ০৬:৫৯, ২২ জানুয়ারি ২০১৯

৪ বছরে ২৬ হাজার কোটি টাকা মুনাফা করেছে বিপিসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সবশেষ চার অর্থবছরে প্রায় ২৬ হাজার কোটি টাকা নিট মুনাফা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সবশেষ অর্থবছরে যা ছিল ৪ হাজার কোটি। যদিও, এই টাকার সুবিধা দাম সমন্বয়ের মাধ্যমে খুব বেশি যায়নি ভোক্তাদের কাছে। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, বিপণন সুবিধা টেকসই ও সহজ করতে বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে মুনাফার টাকায়। যা শেষ হলে দীর্ঘমেয়াদে লাভবান হবেন ভোক্তারা। আর বিপিসি চেয়ারম্যান বলছেন, বর্তমান প্রবণতা চলমান থাকলে মুনাফা বাড়বে সংস্থার। বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করে দেশীয় বাজারে বিপণনের দায়িত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিপিসির। আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামার সঙ্গে সরাসরি সম্পর্কিত এই কার্যক্রমে কখনও লোকসান আর কখনও বা লাভের মুখ দেখে সংস্থাটি। তবে, ২০১৪ থেকে বিশ্ববাজারে দর তলানিতে চলে যাওয়ায়, দীর্ঘ সময় পর মোটা অঙ্কের মুনাফা যুক্ত হয় বিপিসির হিসাবের খাতায়। সেই ধারাবাহিকতায়, সবশেষ চার অর্থবছরে মোট লাভ এসেছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। এই হিসাব অর্থমন্ত্রণালয় প্রকাশিত অর্থনৈতিক পর্যালোচনার। এতে বলা হয়, ২০১৫-১৬ তে লাভ ছিল সবচেয়ে বেশি, ৯ হাজার কোটি টাকা। আর সবশেষ অর্থবছরে তা ছিল ৪ হাজার কোটি। কিন্তু, প্রশ্ন হচ্ছে, এই টাকার সুবিধা মূল্য সমন্বয়ের মাধ্যমে কতখানি পৌঁছেছে ভোক্তা পর্যায়ে? চলতি অর্থবছরের শুরুর দিকে বিশ্ব বাজারে দাম বেশি থাকায় লোকসানের ফাঁদে পড়েছিল বিপিসি। যা থেকে বেরিয়ে আবারও মুনাফা করতে শুরু করেছে নতুন বছর থেকে। সংস্থা থেকে পাওয়া সবশেষ হিসাব হলো, বর্তমানে প্রতি লিটার ডিজেলে লাভ হচ্ছে ৩ টাকার কিছু বেশি। যদিও, ফার্নেস তেলে লোকসান দিতে হচ্ছে সাড়ে ছয় টাকা। তবে, ডিজেলের বিক্রি বেশি হওয়ায়, দৈনিক গড়ে ৩ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত নিট মুনাফা করছে কর্পোরেশন। প্রতিদিন দেশীয় বাজারে প্রায় চার হাজার কোটি টাকার তেল বিক্রি করে বিপিসি।
×