ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা তুলবে ওয়ালটন

প্রকাশিত: ০৬:৩১, ৯ জানুয়ারি ২০১৯

শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা তুলবে ওয়ালটন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসা সম্প্রসারণের জন্য পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা তুলবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে এই অর্থ উত্তোলন করবে কোম্পানিটি। এ লক্ষে আগামী ১৫ জানুয়ারি রোড শো করবে প্রতিষ্ঠানটি। ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায়, কোম্পানিটির রেজিস্ট্রার ও কর্পোরেট অফিস, সাবরিনা সোবহান পঞ্চম এভিনিউ, বসুন্ধরা আর/এ, ভাটারা, ঢাকাতে রোড শো অনুষ্ঠিত হবে। পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানির মেশিনারিজ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও বাবদ খরচ করবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে আছে ট্রিপল এ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্টার টু ইস্যু প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানির এই রোড শোতে অংশ নেবে মার্চেন্ট ব্যাংকার্স এ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজড পেনশন এ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান।
×