ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারের উন্নয়নে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে হবে ॥ বিএসইসি চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৩০, ১২ নভেম্বর ২০১৮

শেয়ারবাজারের উন্নয়নে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে হবে ॥ বিএসইসি চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা গেলে শেয়ারবাজারের উন্নয়ন অনিবার্য বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। যাতে গোটা অর্থনীতির উন্নতি হবে। শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশ (আইসিএসবি) এর ৫ম জাতীয় কর্পোরেট গবর্নেন্স এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০১৭ অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিএসইসি চেয়ারম্যান বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন যারা নিশ্চিত করেছে, তাদের বিশেষ অভ্যর্থনা জানানোই হলো আইসিএসবির এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এতে অনেকে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে উৎসাহিত হবে। যা শেয়ারবাজারের বিভিন্ন কোম্পানির মধ্যেও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। যা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে এবং শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা আনবে। এ সময় আগের তুলনায় বর্তমান শেয়ারবাজারের উন্নতির পেছনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কৃতিত্বপূর্ণ অবদান রয়েছে বলে জানান খায়রুল হোসেন। এজন্য তাকে বিশেষ ধন্যবাদ জানান খায়রুল হোসেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, প্রতিবছর আইসিএসবি এবং আইসিএমএবি এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি। কারণ তাদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমি আনন্দ বোধ করি। এ সময় চার্টার্ড সেক্রেটারিদের দেশের অর্থনীতিতে আরও অবদান রাখার জন্য আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আইসিএসবির সভাপতি সানাউল্লাহ খানসহ বিভিন্ন কোম্পানির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×