ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্র

মধ্য সেপ্টেম্বর থেকে পুরোদমে চালুর সম্ভাবনা

প্রকাশিত: ০৪:১৬, ২৬ আগস্ট ২০১৮

মধ্য সেপ্টেম্বর থেকে পুরোদমে চালুর সম্ভাবনা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঈদের চাহিদা মেটানোর জন্য বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের চালু হওয়া ১টি ইউনিটের বিদ্যুত উৎপাদন কয়লার অভাবে সোমবারের পর বন্ধ হয়ে যাবে। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম জানান, পবিত্র ঈদ-উল আজহায় বিদ্যুত সরবরাহ স্বাভাবিক রেখে লোড শেডিং বন্ধের জন্য ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটের বিদ্যুত উৎপাদন ২০ আগস্ট থেকে শুরু করা হয়। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও ইউনিটটি পুরনো হওয়ায় ৭০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করে রংপুর বিভাগের ৮টি জেলায় সরবরাহ করা হয়। কিন্তু কয়লার অভাবে রবি ও সোমবার বিদ্যুত উৎপাদন হওয়ার পর ইউনিটটি বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইস থেকে তাপবিদ্যুত কেন্দ্রে ১৪ সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় কয়লা সরবরাহ করার সম্ভাবনা রয়েছে। কয়লা পাওয়ার পর পরই আবারও পুরোদমে বিদ্যুত উৎপাদন শুরু হবে বলে প্রকৌশলী আব্দুল হাকিম আশাবাদ ব্যক্ত করেন। দেশের আলোচিত বড়পুকুরিয়া কয়লা খনির ২৩০ কোটি টাকার ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা গায়েবের ঘটনায় ১৯ জুলাই থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩টি ইউনিটের বিদ্যুত উৎপাদন বন্ধ হয়ে যায়।
×