ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ত্রিপুরা ও নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের বৈঠক

প্রকাশিত: ০৫:৪৭, ১৯ আগস্ট ২০১৮

  ত্রিপুরা ও নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের বৈঠক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ভারতের ত্রিপুরার শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানের নেতৃত্বে অল ত্রিপুরা মার্চেন্টস এ্যাসোসিয়েশনের ৬ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে শিল্প ও বাণিজ্যনগরী নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর চাষাঢ়া নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলনকক্ষে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। ওই সভায় ত্রিপুরার ব্যবসায়ীরা নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের ত্রিপুরায় বিনিয়োগের আহ্বান জানান এবং তাদের পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর তাগিদ দেন। বৈঠকে নেতৃবৃন্দ দু’দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের নানা দিক তুলে ধরেন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন ভারতের ত্রিপুরার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট (শিল্প উন্নয়ন) কর্পোরেশনের চেয়ারম্যান টিংকু রায়। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- অল ত্রিপুরা মার্চেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি তুষার কান্তি চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক প্রাণ গোপাল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অরিজিৎ দে, পার্থ বিশ্বাস। নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, বিকেএমইএ’র প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান পরিচালক মঞ্জুরুল হক, রাশেদ সারোয়ার, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শাহাদাৎ হোসেন।
×