ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রুশ ব্যাংক থেকে ৯ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রকাশিত: ০৬:২৬, ২৫ জুলাই ২০১৮

রুশ ব্যাংক থেকে ৯ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

একটি রুশ ব্যাংকে সাইবার আক্রমণ চালিয়ে প্রায় ৯,১০,০০০ ডলার হাতিয়ে নিয়েছে এক কুখ্যাত হ্যাকার চক্র, গ্রুপ-আইবি নামের এক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এ তথ্য প্রকাশ করেছে। এই অর্থ চুরির ঘটনা জানার পর রাশিয়ার পিআইআর ব্যাংক সহায়তার জন্য নিরাপত্তা প্রতিষ্ঠানটিকে ডেকেছে বলে জানিয়েছে গ্রুপ-আইবি। ‘মানিটেকার’ নামের হ্যাকার চক্র ওই সাইবার হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই চক্র অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও হামলাও চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। তারা ২০১৭ সালে রুশ, ব্রিটিশ ও মার্কিন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কোটি ডলার চুরি করেছে বলে অভিযোগ রয়েছে। নিজেদের প্রতিবেদনে গ্রুপ-আইবি বলেছে, ব্যাংকটির একটি কম্পিউটারে ওই চক্র প্রবেশাধিকার নিয়েছিল। তারপর চলতি বছর ৩ জুলাই একাধিক লেনদেনের মাধ্যমে তারা এই অর্থ হাতিয়ে নেয়। -অর্থনৈতিক রিপোর্টার
×