ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কৃষি খামার পরিদর্শন করতে চায় থাইল্যান্ড

প্রকাশিত: ০৪:২৩, ১৪ মার্চ ২০১৮

কৃষি খামার পরিদর্শন করতে  চায় থাইল্যান্ড

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের প্রাণিজক্ষেত্রে অগ্রগতির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় থাইল্যান্ড সরকার। আর সে লক্ষ্যে কৃষিসহ বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন খামার-পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছে। আগামী ২ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন খামার পরিদর্শনের ইচ্ছার কথা জানান সে দেশের সরকারের পক্ষে থাইল্যান্ডে রাষ্ট্রদূত পিসিমন সুওয়ানপংস। মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সাথে বৈঠক করে সে দেশের সরকারের পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাব দেয়া হয়। বৈঠকে থাইল্যান্ডের রাষ্ট্রদূত পিসিমন সুওয়ানপংস মন্ত্রীর কাছে প্রস্তাবপত্রটি পেশ করেন। যেখানে থাইল্যান্ডের উচ্চপর্যায়ের একটি সরকারী প্রতিনিধিদল আগামী ২ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন খামার পরিদর্শনের ইচ্ছার কথা জানানো হয়েছে। বৈঠকে থাই দূতাবাসের দ্বিতীয় সচিব পিচয়া এ্যাডসাকুল, মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মন্ডল, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আইনুল হকসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×