ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

প্রকাশিত: ০৬:২৯, ২ নভেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৬৬৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২৬ কোটি ২৭ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫৩৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, আইডিএলসি, ন্যাশনাল ব্যাংক, ইউসিবি, পাওয়ার গ্রিড, এক্সিম ব্যাংক ও সিটি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, রিজেন্ট টেক্সটাইল, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, ফারইস্ট ফাইন্যান্স, জেএমআই সিরিঞ্জ, ইয়াকিন পলিমার, অলিম্পিক ও বেক্সিমকো। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : শেফার্ড ইন্ড্রাস্টিজ, শাশা ডেনিম, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্ক, মুন্নু সিরামিক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, ওয়াটা কেমিক্যাল, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো ও ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৫৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : অলিম্পিক, সিটি ব্যাংক, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউসিবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার টেক, কেয়া কসমেটিক ও আমরা নেটওয়ার্ক।
×