ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওয়াই ম্যাক্স ইলেক্ট্রোডের আইপিওতে ৭৩ গুণ আবেদন

প্রকাশিত: ০০:০৩, ২৬ সেপ্টেম্বর ২০১৭

ওয়াই ম্যাক্স ইলেক্ট্রোডের আইপিওতে ৭৩ গুণ আবেদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডে ৭৩ গুণ আবেদন জমা পড়েছে। এর জন্য আগামী ৫ অক্টোবর লটারির দিন নির্ধারণ করেছে কোম্পানিটি। ওই দিন সকাল ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্সইনস্টিটিউট মিলনায়তনে লটারির ড্র অনুষ্ঠিত হবে। ইস্যু-ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের ৭৩ গুণ আবেদন জমা পড়েছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আবেদন জমা পড়েছে ১০ গুণ। এর আগে গত ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর আইপিও আবেদেন জমা নেওয়া হয়। গত ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৪তম সভায় ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন দেওয়া হয়। আইপিওতে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার বিক্রি করবে। বাজারে দেড় কোটি শেয়ার বিক্রি করে কোম্পানিটি ১৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানি সূত্রে জানা গেছে, উত্তোলিত এ অর্থ দিয়ে মুলধনী যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি, কাঁচামাল ক্রয় ও আইপিও খরচ মেটানো হবে। ৩০ জুন, ২০১৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয় ১৪ টাকা ৮৭ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
×