ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আসছে স্পিড লিমিট ফিচার

প্রকাশিত: ০৫:০৮, ১৩ জুলাই ২০১৭

আসছে স্পিড লিমিট ফিচার

গুগল ম্যাপের স্পিড লিমিট ফিচার এখন পর্যন্ত বিশ্বের দুটি অঞ্চলে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এ অঞ্চল দুটো হলো যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো এবং ব্রাজিলের রিও ডি জেনেরিও। প্রভাবশালী কয়েকটি প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে। এমনই একটি গণমাধ্যম গেজেটস নাউ জানায়, শীঘ্রই এই উপমহাদেশের বিভিন্ন স্থানে স্পিড লিমিট ফিচার চালু হবে। এ সময় বাংলাদেশেও ফিচারটি চালু হতে পারে। স্পিড লিমিট ফিচার দিয়ে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা যাবে। ফলে দুর্ঘটনার সংখ্যা কমে আসতে পারে। গত বছর থেকে এটা নিয়ে কাজ শুরু করে গুগল। পরীক্ষামূলকভাবে কয়েকটি স্থানে সুবিধাটি চালুও করা হয়। সেখান থেকে ইতিবাচক ফল পাওয়ায় অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হলো স্পিড লিমিট ফিচার। Ñঅর্থনৈতিক রিপোর্টার ভারতে গাড়ি বিক্রি হ্রাস চলতি বছরের জুন মাসে ভারতে গাড়ি বিক্রি কমেছে। বিক্রি হ্রাসের হার ৫১ মাসে সর্বাধিক। খবরে বলা হচ্ছে, দেশটিতে আরোপিত নতুন গুডস এ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটির প্রভাবেই বিগত ৬ মাসের মধ্যে প্রথম বার যাত্রী গাড়ির বিক্রি কমেছে জুন মাসে। তবে দেশটির গাড়ি শিল্পের সংগঠন সিয়ামের দাবি, জিএসটির জেরে গাড়ির দাম যেমন কমবে, তেমনই ভাল বর্ষা, কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধিসহ নানা কারণে অচিরেই বিক্রি বাড়বে। সিয়ামের তথ্য মতে, গত বছরের জুনের চেয়ে এ বার সার্বিক ভাবে যাত্রীবাহী গাড়ির বিক্রি কমেছে ১১ দশমিক ২১ শতাংশ। সিয়ামের ডিরেক্টর জেনারেল বিষ্ণু মাথুর জানান, জিএসটি চালুর আগে এ নিয়ে ধোঁয়াশা থাকায় গত মাসে মজুদ বাড়াতে চায়নি সংশ্লিষ্টরা। সংগঠনের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুগত সেনও বলেন, নোট বাতিলের মতো জিএসটির প্রভাবও এককালীন। এখন সকলেই করের হার জানায় আশা করছি সমস্যা কাটবে। -অর্থনৈতিক রিপোর্টার
×