ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশ জনসংযোগ সমিতির নতুন কার্যকরী কমিটি

প্রকাশিত: ০৪:৫৮, ২৫ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ জনসংযোগ সমিতির নতুন কার্যকরী কমিটি

গত শনিবার জাতীয় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ জনসংযোগ সমিতির অতিরিক্ত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০১৭-১৮ মেয়াদের জন্য ২৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে মোঃ মোস্তফা-ই-জামিল ও মহাসচিব হিসেবে মনিরুজ্জামান টিপু নির্বাচিত হয়েছেন। সমিতির অন্য নের্তৃবৃন্দ হলেন- রওশন এ রহমান (সহ- সভাপতি-১), আজম খান (সহ- সভাপতি-২), মোঃ আবুল কাসেম শিকদার (সহ-সভাপতি-৩), মোঃ শাহ আলম চৌধুরী (যুগ্ম-মহাসচিব-১), নূর কামরুন্নাহার (যুগ্ম-মহাসচিব-২), শেখ খায়েরুজ্জামান (অর্থ সম্পাদক), শামীম হাসান কল্লোল (সাংগঠনিক সম্পাদক), মোঃ নুরুজ্জামান (দফতর সম্পাদক), লীনা ফেরদৌস কাকলী (আন্তর্জাতিক সম্পাদক), সুজন মাহমুদ (যোগাযোগ ও প্রচার সম্পাদক), মনোরঞ্জন ম-ল (প্রকাশনা সম্পাদক), ড. সুস্মিতা দাস (শিক্ষা ও গবেষণা সম্পাদক), উদয় হাকিম (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক) এবং সদস্যবৃন্দ হলেনÑ মির্জা তারেকুল কাদের, বজলুল হক রানা, আব্দুল খালেক, মীর মোহাম্মদ মোর্শেদ, পাশা মোস্তফা কামাল, লাবণ্য আহমেদ, মোঃ শামছুদ্দোহা শিমু, মোঃ হাবিবুর রহমান, মাহবুব আরা, সঞ্জীব চ্যাটার্জী, আমির হোসেন জনি, তানভীর ফারুক, উত্তম কুমার রায় ও মনিরুল ইসলাম রিন্টু। -বিজ্ঞপ্তি মার্চে চালু হচ্ছে ওয়ালটনের কম্প্রেসার কারখানা অর্থনৈতিক রিপোর্টার ॥ গাজীপুরের চন্দ্রায় বিশ্বমানের বার্ষিক ৪০ লাখ পিস কম্প্রেসার তৈরির কারখানা স্থাপন করেছে ওয়ালটন। কারখানার অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে মেশিনারিজ স্থাপন, প্রকৌশলী ও কর্মী নিয়োগসহ সব প্রক্রিয়াই প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। আগামী মার্চের প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে কম্প্রেসার কারখানা চালুর মাধ্যমে অবসান ঘটবে দীর্ঘ প্রতীক্ষার। যার মাধ্যমে বিশ্বে ১৫তম কম্প্রেসার উৎপাদনকারী দেশ হিসেবে নাম লেখাবে বাংলাদেশ। আর এশিয়ার মধ্যে হবে ৮ম। মঙ্গলবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক কর্পোরেশনে আয়োজিত দিনব্যাপী ’প্লাজা কনফারেন্স-২০১৬’ এ এসব কথা জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম। তিনি জানান, আগামী মার্চে কম্প্রেসার কারখানা উদ্বোধনের মাধ্যমে দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হবে। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নূরুল আলম রিজভী।
×