ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জাপানের বাজারে মোটরবাইক রফতানি করছে ভারত

প্রকাশিত: ০৩:৩৪, ২২ জানুয়ারি ২০১৭

জাপানের বাজারে মোটরবাইক রফতানি করছে ভারত

প্রথমবারের মতো নিজেদের দেশে উৎপাদিত মোটরবাইক জাপানের বাজারে রফতানি করতে যাচ্ছে ভারত। গিক্সক্সার নামের ‘সুজুকি’ ব্র্যান্ডের ১৫৫ সিসির বাহনটি এতদিন ল্যাটিন আমেরিকা ও আশপাশের দেশগুলোতে রফতানি হচ্ছিল। এদিকে বাজার ধরতে মোটরগাড়ির প্রথম চালানটি জাপানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে। ভারতের সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের (এসএমআইপিএল) মূল প্রতিষ্ঠান জাপানে। তবে সিঙ্গল সিলিন্ডার, ৫টি গিয়ার বক্স, শীতাতপ নিয়ন্ত্রিত ইঞ্জিন সমৃদ্ধ মোটরবাইকটি ভারতের কারখানাটিতে উৎপাদিত প্রথম নিজস্ব মডেল। এ প্রসঙ্গে এসএমআইপিএলের ব্যবস্থাপনা পরিচালক সাতোশি উচিদা জানান, ভারতের তৈরি এ বাইকটি জাপানের বাজারে প্রবেশ করা মানে আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ গুণগত মানের দাবি রাখে। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ও গুণগত মানের দিক থেকে আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি পেয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×