ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আবু আসাদ রাকাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৪:২৪, ২৯ নভেম্বর ২০১৬

আবু আসাদ রাকাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক সৈয়দ আবু আসাদ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে যোগদান করেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক এবং দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় শাখাপ্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আসাদ ১৯৮৩ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। -বিজ্ঞপ্তি পেডরোলোর চ্যাম্পিয়ন স্কোয়াড সম্মেলন পেডরোলো এনকে লিমিটেডের চ্যাম্পিয়ন স্কোয়াডদের নিয়ে একটি সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয় কক্সবাজার ওশেন প্যারাডাইস হোটেলে। সেলস চ্যাম্পিয়ন স্কোয়াডদের পুরস্কৃত করার পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ সেবা এবং সঠিক পানির পাম্প নির্বাচনে গুরুত্বারোপ করা হয়। উক্ত সম্মেলনে পেডরোলোর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বার্ষিক লেনদেনে ১২০ শতাংশ প্রবৃদ্ধি গত পাঁচ বছরে দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বার্ষিক লেনদেনে প্রায় ১২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ‘পেমেন্ট ইকোসিস্টেম ডায়াগনস্টিক রিপোর্ট-২০১৬’ শীর্ষক জাতিসংঘের একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে এ্যাকসেস টু ইনফরমেশন আয়োজিত ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত কর্মশালায় প্রতিবেদনটি প্রকাশিত হয় প্রতিবেদনে বাংলাদেশকে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত বলে আখ্যা দিয়ে কয়েকটি সুপারিশ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ডিজিটাল লেনদেন বাড়ালে সরকারী-বেসরকারী পর্যায়ে আর্থিক দুর্নীতি অনেক কমে আসবে। এ সময় এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বেটার দ্যান ক্যাশ এ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. রুথ গডওইন ও ইউএনডিপির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার
×