ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হঠাৎ চাঙ্গা সিমেন্ট খাতের শেয়ার

প্রকাশিত: ০৬:২৭, ২২ আগস্ট ২০১৬

হঠাৎ চাঙ্গা সিমেন্ট খাতের শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে সিমেন্ট খাতে। এদিন ডিএসইতে সিমেন্ট খাতে শতভাগ কোম্পানির দর বেড়েছে। সিমেন্ট খাতে সুদিন আসছে- এমন সংবাদের ভিত্তিতে এ খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে গেছে। তাই সার্বিক বাজারে দরপতন হলেও সিমেন্ট খাতে দর বেড়েছে। জানা গেছে, সিমেন্ট খাতের উৎপাদন ক্ষমতার সম্প্রসারণে যেসব উদ্যোগ নেয়া হয়েছে, তার কাজ বছর দুয়েকের মধ্যে শেষ হবে। এতে নতুন বিনিয়োগ হবে প্রায় ৫ হাজার কোটি টাকা। এর ফলে সিমেন্ট উৎপাদন ক্ষমতা এখনকার চেয়ে প্রায় ৫০ শতাংশ বাড়বে। ডিএসইর তথ্য অনুযায়ী, পুঁজিবাজারে সিমেন্ট খাতে ৭টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে মেঘনা সিমেন্টের। এ কোম্পানির ৫ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৬৯ শতাংশ দর বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×