ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে এক্সিম ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৪:২০, ১৯ জানুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জে এক্সিম ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

মুক্তারপুরে শীতার্ত মানুষদের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করছে এক্সিম ব্যাংক। সোমবার সদর উপজেলার এক্সিম ব্যাংক কার্যালয় ভবনে শীতার্ত দরিদ্র মানুয়ের হাতে এগুলো তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ প্রশাসক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মোঃ সোলাইমান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। নতুন কম্বল পেয়ে পাঁচ শ’ পরিবারের মুখে হাসি ফুটেছে। মালিরপাথর গ্রামের ময়না বিবি বলেন, ‘এমন কনকনে শীতে এত ভাল কম্বল পাইয়া খুব শান্তি লাগতাছে। একরকম মন্তব্য দশকানি গ্রামের আলেয়া বেগম, বণিক্যপাড়ার রুস্তম মিয়া ও জোড়পুকুরপাড়ের রাহেলা বেগমের। এমন পাঁচ শ’ মানুষকে খুশি করেছে এই কম্বল।-স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ট্যানারি স্থানান্তরে ৮০ প্রতিষ্ঠানকে উকিল নোটিস সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প নগরীতে কারখানা স্থানান্তরের বিষয়ে ৮০টি প্রতিষ্ঠানকে উকিল নোটিস পাঠিয়েছে শিল্প মন্ত্রণালয়। বাকি ট্যানারিগুলোকে আগামী দু-একদিনের মধ্যে নোটিস পাঠানো হবে। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক আবদুল কাইয়ুম। শনিবার প্রথম ধাপে ২৫টি ট্যানারিকে নোটিস পাঠানো হয়েছে। বুধবার এক অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হলে উকিল নোটিস পাঠানোর ঘোষণা দেন শিল্পমন্ত্রী। ওইদিন দুপুর দুইটায় কারখানা স্থানান্তরের বিষয়ে শিল্পমন্ত্রীর দেয়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×