ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুকে নিয়ে শরীয়তপুরে দেয়াল পত্রিকা উদ্বোধন

প্রকাশিত: ১৪:১২, ২৩ জুন ২০২২

পদ্মা সেতুকে নিয়ে শরীয়তপুরে দেয়াল পত্রিকা উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ ‘পদ্মা সেতু দেয়ালে, খেয়ালে’ শিরোনামে শরীয়তপুরে দেয়াল পত্রিকা উদ্বোধন করা হয়েছে। ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই এর ব্যক্তি উদ্যোগে শিক্ষার্থীদের সমন্বয়ে এ দেয়াল পত্রিকা উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যায়ের দেয়ালে এ পত্রিকার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এসময় দেয়াল পত্রিকার উদ্যোক্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাইসহ শিক্ষক-শিক্ষার্থী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেয়ালে সাঁটানো এ পত্রিকায় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিণ্ন গুণী ব্যক্তিদের পদ্মা সেতু নিয়ে কবিতা, প্রবন্ধ লেখা ও চিত্রাংকন প্রকাশিত হয়েছে। পদ্মা সেতুর ৪১ টি স্প্যানের সাথে মিল রেখে হাতে আঁকা পদ্মা সেতুর ৪১টি ছবি ও ৩০টি কবিতা দেয়াল পত্রিকায় প্রকাশিত হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, পদ্মা সেতু সম্পর্কে আগামী প্রজন্ম যাতে ভালোভাবে জানতে পারে ও সেতুর উদ্বোধনকে শিক্ষার্থীদের মধ্যে সারা জাগানোর জন্যই এ উদ্যোগ। এছাড়াও পদ্মা সেতু সম্পর্কে বিশিষ্টজনের লেখা নিয়ে একটি প্রকাশনাও বের করা হবে বলে তিনি জানান। শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা ও রূপকার, যাঁর অবাধ দেশপ্রেম ও সাহসীকতার কারণে প্রমত্তা পদ্মার বুকে পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শরীয়তপুরবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করে, বরণ করে। প্রধানমন্ত্রী আগামী প্রজন্ম নিয়ে ভাবেন। তাই ভবিষ্যত প্রজন্মের নিকট পদ্মা সেতু সম্পর্কে অবহিত করার জন্যই এ উদ্যোগ বলে জানালেন জেলা প্রশাসক।
×