ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

’২৫ সালে ১৪শ’ মেগাওয়াট বিদ্যুত আসবে সোলার থেকে

প্রকাশিত: ০১:১৫, ২৫ মে ২০২২

’২৫ সালে ১৪শ’ মেগাওয়াট বিদ্যুত আসবে সোলার থেকে

স্টাফ রিপোর্র্টার ॥ ২০২৫ সালের মধ্যে ২৮টি নির্মাণাধীন সোলার বিদ্যুতকেন্দ্র থেকে আরও ১৪০০ মেগাওয়াট বিদ্যুত পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি থেকে ৭৮৮ দশমিক ১৬ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ৫৫৪ দশমিক ১৭ মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে আসে। দেশে ১২ শতাংশ জনগণকে ৬ দশমিক ২ মিলিয়ন সোলার হোম সিস্টেমের মাধ্যমে পরিষ্কার বিদ্যুত দেয়া হচ্ছে। মঙ্গলবার অনলাইনে ‘পঞ্চম এনার্জি ট্রানজিশন কাউন্সিল’র মন্ত্রীপর্যায়ের সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি থেকে ৭৮৮ দশমিক ১৬ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ৫৫৪ দশমিক ১৭ মেগাওয়াট বিদ্যুত সোলার থেকে আসে। ২০২৫ সালের মধ্যে ২৮টি নির্মাণাধীন সোলার বিদ্যুতকেন্দ্র থেকে আরও ১৪০০ মেগাওয়াট বিদ্যুত পাওয়া যাবে। দেশে ১২ শতাংশ জনগণকে ৬ দশমিক ২ মিলিয়ন সোলার হোম সিস্টেমের মাধ্যমে পরিষ্কার বিদ্যুত দেয়া হচ্ছে।
×