ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নলছিটিতে শ্রমিক সঙ্কটে কৃষকের স্বপ্ন ধূসর

প্রকাশিত: ২১:৪৩, ২৩ মে ২০২২

নলছিটিতে শ্রমিক সঙ্কটে কৃষকের স্বপ্ন ধূসর

সংবাদদাতা, নলছিটি, ঝালকাঠি ॥ কৃষকের স্বপ্ন জোয়ারের পানি ও বৃষ্টি এবং শ্রমিক সঙ্কটে ধূসর হচ্ছে। উপজেলায় প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করে কৃষক। ফলন মোটামুটি ভাল হয়, কিন্তু ঘূর্ণিঝড় অশনির প্রভাবে নলছিটি উপজেলায় জোয়ারের পানি বেড়ে গেলে ধানখেতে ঢুকে পড়ে এবং এর সঙ্গে বৃষ্টির ও বাতাসে ক্ষতি হয় ধানের। অন্যদিকে, শ্রমিক সঙ্কট থাকায় পাকা ধান কেটে ঘরে তুলতে পারছে না কৃষক। এতে করে কৃষকরা বিপাকে পড়ছেন। তারা তাড়াতাড়ি ধান কেটে ঘরে তুলতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বলে জানান সারদল গ্রামের কৃষক ইউনুছ মৃধা। এ ব্যাপারে নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি জানান, এবার বোরো ধানের ফলন খুব ভাল, বৃষ্টি ও পানিতে কিছুটা ক্ষতি হতে পারে। তবে দ্রুত ধান কাটা হলে তেমন কোন সমস্যা হবে না। খেতে পানি ঢুকে পড়ায় মেশিনের মাধ্যমে ধান কাটা সম্ভব হচ্ছে না। শ্রমিক সঙ্কট থাকলেও কৃষকরা তাদের ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন।
×