ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসিআরের ভুলত্রুটি সংশোধনে প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ

প্রকাশিত: ২৩:৪৪, ২০ মে ২০২২

এসিআরের ভুলত্রুটি সংশোধনে প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদনে (এসিআর) অনেক ভুলত্রুটি ও অসামঞ্জস্যের সঙ্গে ব্যাপক অব্যবস্থাপনা দেখা যাচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’ অনুযায়ী সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনার চিঠি সম্প্রতি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, মহাপরিচালক, জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’ অসামরিক প্রশাসনে নিয়োজিত নবম গ্রেড ও এর ওপরের পর্যাযের সব কর্মকর্তার জন্য সমভাবে প্রযোজ্য। সিআর অধিশাখা বিসিএস (প্রশাসন) ক্যাডার ও অন্যান্য ক্যাডার থেকে আসা উপসচিব ও এর ওপরের কর্মকর্তা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নবম গ্রেড ও এর ওপরের নন-ক্যাডার কর্মকর্তাদের এসিআর সংরক্ষণ এবং ব্যবস্থাপনা করে থাকে। সিআর অধিশাখায় প্রাপ্ত গোপনীয় অনুবেদন পর্যালোচনায় দেখা যায়, দাখিল, অনুস্বাক্ষর বা প্রতিস্বাক্ষরের ক্ষেত্রে অনেক ভুলত্রুটি ও অসামঞ্জস্য রয়েছে। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ এবং দফতর বা সংস্থার ডিপিসি সভায়ও গোপনীয় অনুবেদনে অসংখ্য ত্রুটিবিচ্যুতিসহ ব্যাপক অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। এ ছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপসচিব হিসেবে পদোন্নতির জন্য কর্মকর্তাদের গোপনীয় অনুবেদন যাচাইকালেও একই রকম ভুলত্রুটি ও অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়।
×