ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় মন্ত্রী এমপিসহ গ্রেফতারের নির্দেশ ২২ জনকে

প্রকাশিত: ০০:৫০, ১৮ মে ২০২২

শ্রীলঙ্কায় মন্ত্রী এমপিসহ গ্রেফতারের নির্দেশ ২২ জনকে

জনকণ্ঠ ডেস্ক ॥ রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রি করে দিতে চায় শ্রীলঙ্কা সরকার। চলমান অর্থনৈতিক সঙ্কট সামাল দিতেই এমন সিদ্ধান্ত নিতে চাচ্ছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে টেলিভিশন ভাষণে বলেন, নতুন সরকার শ্রীলঙ্কান এয়ারলাইনসকে বেসরকারীকরণের পরিকল্পনা হাতে নিয়েছে। আর্থিক স্থিতিশীলতা অর্জন করার প্রচেষ্টার অংশ হিসেবে সরকারী কর্মচারীদের বেতন দেয়ার জন্য কাগজের মুদ্রা ছাপতে যাচ্ছে দেশটি। খবর এনডিটিভির। এদিকে গত সপ্তাহে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্যসহ (এমপি) ২২ জনকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। মঙ্গলবার এ্যাটর্নি জেনারেলের নির্দেশনা মোতাবেক এসব অভিযুক্তকে গ্রেফতার করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন তিনি। খবরে বলা হয়েছে, আগে থেকেই এই বিমান সংস্থার মাধ্যমে আয় করতে ব্যর্থ হচ্ছিল সরকার। এর মধ্যে ১ বছরে ১২.৪ কোটি ডলার ক্ষতিও হয় বলে জানান বিক্রমাসিংহে। তিনি বলেন, দেশের যে দরিদ্র মানুষেরা কখনও বিমানে ওঠেননি, তাদের এ ক্ষতির ভাগ দেয়া উচিত নয়। ক্ষমতা গ্রহণের পর নানাভাবে অর্থনৈতিক সঙ্কট সামাল দেয়ার চেষ্টা করছেন নতুন প্রধানমন্ত্রী। কিন্তু এখনও আশাজাগানো কোন পদক্ষেপ দেখা যায়নি। উল্টো সরকারী কর্মকর্তাদের বেতন দেয়ার জন্য নতুন মুদ্রা ছাপাতে হচ্ছে দেশটিতে। বিক্রমাসিংহে বলেন, এর কারণে দেশের মুদ্রার ওপরে বড় চাপ সৃষ্টি হবে। কিন্তু এ ছাড়া আর কোন উপায় নেই। সরকার অপরিশোধিত তেল আমদানির চেষ্টা করে যাচ্ছে। আগামী কয়েক মাস শ্রীলঙ্কার জন্য সবচেয়ে কঠিন সময় হতে চলেছে বলেও সাবধান করেছেন প্রধানমন্ত্রী।
×