ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফরিদপুরের বোয়ালমারীতে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীবস্তাবন্দী অবস্থায় উদ্ধার

প্রকাশিত: ২০:৩০, ১৭ মে ২০২২

ফরিদপুরের বোয়ালমারীতে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীবস্তাবন্দী অবস্থায় উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ ফরিদপুরের বোয়ালমারীতে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর মাথা বিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রাম এলাকার ময়েনদিয়া-ফরিদপুর সড়কের পাশে পাটখেত থেকে বস্তাবন্দী অর্ধগলিত মাথা বিচ্ছিন্ন নারীর লাশটি উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ। জানাযায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গেলে দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের কবীর শেখের পাট খেতে বস্তাবন্দি একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ দুপুর ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটির মাথা ওই বস্তার মধ্যে ছিলনা। পরে মৃতদেহটি অর্ধগলিত লাশের মাথা ও মাথার কিছু চুল পার্শ্ববর্তী পাট খেত কোন্দারদিয়া গ্রামের নান্নু মোল্লার জমি থেকে উদ্ধার করা হয়। দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, স্থানীয়রা পাটখেতে কাজ করার সময় প্লাস্টিকের বস্তায় মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ বস্তার মুখ খুলে মাথাবিহীন মরদেহ ও পাশের আরেকটি পাটখেত থেকে মাথা উদ্ধার করে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি। বোয়ালমারী থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, লাশটি পাটক্ষেতে বস্তাবন্দি অবস্থায় ছিল। মৃত দেহটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। মৃতদেহটি এক নারীর। বয়স আনুমানিক ২৮/৩০ বছর। অর্ধগলিত লাশের মাথা ও মাথার কিছু চুল পার্শ্ববর্তী পাট খেত কোন্দারদিয়া গ্রামের নান্নু মোল্লার জমিতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে আনুমানিক ১০ থেকে ১২ দিন আগে ওই নারীকে গলা কেটে হত্যা করে পাট খেতে ফেলে রেখে যায় ঘাতকরা। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় জানা সম্ভব হয়নি। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। ফরিদপুর থেকে পিবিআই, সিআইডি’র দুটি তদন্তদল ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে।
×