ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শেরপুরে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য পাবে ১ লাখ ১০ হাজার পরিবার

প্রকাশিত: ১৪:৫০, ১৬ মার্চ ২০২২

শেরপুরে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য পাবে ১ লাখ ১০ হাজার পরিবার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ আসন্ন রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের এক কোটি পরিবারের জন্য সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়ের আওতায় শেরপুরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৬৯টি পরিবার। সরকারী প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ডিলারদের মাধ্যমে দুই দফায় ওইসব পরিবারের মাঝে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল ও ছোলা বিক্রি করা হবে। আগামী ২০ মার্চ ওই কর্মসূচীর উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা জানান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। তিনি আরও বলেন, ইতোমধ্যে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপকারভোগী পরিবারের তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। স্বল্প সময়ে এই বিশাল সংখ্যক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া বিরাট চ্যালেঞ্জ। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, আব্দুর রফিক মজিদ, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিজানুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলামসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড দিয়ে টিসিবির ডিলারের ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। একজন কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফা পণ্য পাবেন। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে। দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে। জেলায় টিসিবির নির্ধারিত ডিলার রয়েছেন ২৭ জন।
×