ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬ মাস আন্তর্জাতিক টি২০ খেলবেন না তামিম ইকবাল

প্রকাশিত: ০০:০৬, ২৮ জানুয়ারি ২০২২

৬ মাস আন্তর্জাতিক টি২০ খেলবেন না তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ বাংলাদেশ দলের জার্সিতে সর্বশেষবার ২০২০ সালের মার্চে টি২০ খেলেছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। এরপর ইনজুরি, পারিবারিক কারণ ও নানাবিধ সমস্যায় খেলেননি টি২০ ম্যাচ। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম আর এই ফরমেটে বাংলাদেশের হয়ে খেলতে চান না এমনটাও কয়েকদিন আগে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আর বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যার একটু আগে সংবাদ সম্মেলনে তামিম জানালেন, আপাতত আগামী ৬ মাস আন্তর্জাতিক টি২০ খেলতে চান না তিনি। এর পরিবর্তে বেশি মনোযোগ দিতে চান ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে। এ সময় তামিম দাবি করেন, যদি ৬ মাসের মধ্যে কোন তরুণ ক্রিকেটার নিজেদের অবস্থান পাকাপোক্ত করে ফেলেন জাতীয় দলে তখন আর ফেরার ইচ্ছা থাকবে না তার। অর্থাৎ ৬ মাস পর টি২০ দলে অপরিহার্যতা থাকলেই এই ফরমেটে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তিনি। চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলছেন তিনি। ৪ ম্যাচে ২ অর্ধশতক হাঁকিয়ে সর্বাধিক ১২৪ রান করেছেন। তাই নতুন করে আবার তামিমের বাংলাদেশ টি২০ দলে অপরিহার্যতার আলোচনা তুঙ্গে ওঠে। আজ চট্টগ্রামে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের সঙ্গে অনুশীলনে নামার আগে আন্তর্জাতিক টি২০ নিয়ে তামিম বলেন, ‘সবাই চাচ্ছেন আমি চালিয়ে যাই অন্তত বিশ্বকাপ পর্যন্ত। আমার ব্যাপারটা আলাদা ছিল। আগামী ৬ মাস আমি টি২০ ক্রিকেট নিয়ে ভাবছি না। এই কয়েক মাস আমার পুরো মনোযোগ টেস্ট ও ওয়ানডেতে থাকবে। আশা করি এই ৬ মাসে তরুণরা এত ভাল খেলবেÑ আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর যদি এমন সময় আসে ক্রিকেট বোর্ড, সিলেক্টর বা টিম ম্যানেজমেন্ট যদি মনে করে আমাকে দরকার। আমিও যদি প্রস্তুত থাকি। তখন আবার এটা নিয়ে আলাপ হবে।’ তবে গত টি২০ বিশ^কাপে স্বেচ্ছায় না খেলা তামিমের অভাব হাড়ে হাড়ে অনুভব করেছে বাংলাদেশ দল। তার জায়গা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল গত ১৫ বছরে। ৬ মাসে কি পাওয়া যাবে বিকল্প? এ বিষয়ে তামিম বলেন, ‘শেষ সিরিজেও তরুণদের সুযোগ দিয়েছি। ওদেরও যথেষ্ট সুযোগ দেয়া দরকার। এক/দুই সিরিজে আস্থা হারালে সেটা ভুল। ৬ মাসে আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত আমার আর দরকার হবে না। আমি এটাই আশা করি, বিশ্বাসও করি। আমাদের যারা টি২০তে ওপেন করছে, তাদের সব ধরনের সামর্থ্য আছে। তারা ভাল করবে। আমার আর দরকার পড়বে না।’ সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি২০ আসর দিয়ে আবার ফেরার সম্ভাবনা আছে তামিমের। এর মধ্যে বাংলাদেশ খেলবে ৮ টি২০ এবং সেই ম্যাচগুলো খেলা হবে না এ বাঁহাতির।
×