ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু আজ

প্রকাশিত: ০০:০৪, ২৮ জানুয়ারি ২০২২

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু আজ

মোঃ মামুন রশীদ, চট্টগ্রাম থেকে ॥ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান করাটা চ্যালেঞ্জিং ব্যাটারদের জন্য। ধুম-ধারাক্কা ব্যাটিংয়ের টি২০ ক্রিকেটেও রান তোলা কঠিন মিরপুরের উইকেটে। এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রথম পর্বে ঢাকায় হওয়া ম্যাচগুলোয়ও এমনটা দেখা গেছে। তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবসময়ই রান হয়েছে। বিপিএলের ইতিহাসে সর্বাধিক দলীয় সংগ্রহের তালিকায় প্রথম ৬টি এ ভেন্যুতেই। মাঠটির সহকারী পিচ কিউরেটর জাহিদ রেজা বাবুও হাসিমুখে বলেছেন, ‘এখানে উইকেট কখনও খারাপ হয় না, আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকলে অনেক রান হবে।’ সেই আশা করছেন ব্যাটাররাও। চলমান বিপিএলে অনেক রান করার আশা নিয়ে তারাও আজ থেকে চট্টগ্রাম পর্ব শুরু করবেন। স্বাগতিক দল হিসেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সবচেয়ে বেশি ৪ ম্যাচ খেলবে এখানে। আজ প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ম্যাচটি বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে। আর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। দুটি ম্যাচই দলগুলোর মধ্যে ফিরতি লড়াই। ঢাকায় হওয়া চলতি বিপিএলের প্রথম পর্বে দারুণ কেটেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। একমাত্র অপরাজেয় দল হিসেবে কুমিল্লা ২ ম্যাচেই জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৩ ম্যাচে একটি হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। অথচ মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে একেবারে তারুণ্য নির্ভর একটি দল গড়েছে তারা। এ কারণে চট্টগ্রামকে মাঝারি সারির দলই বিবেচনা করা হয়েছে। কিন্তু সেই দলটিই শক্তিশালী ঢাকা ও খুলনাকে হারিয়েছে। এবার নিজেদের মাঠে আরও জ¦লে উঠতে চায় তারা এবং প্লে-অফে ওঠার পথ সুগম করতে চায়। বিশেষ করে বোলিং পারফর্মেন্সে দুর্দান্ত দলে পরিণত হয়েছে চট্টগ্রাম। মিরাজ-নাসুম আহমেদের স্পিন এবং শরিফুল ইসলামের ধারাবাহিক পেস সাফল্য দলকে ভাল অবস্থানে নিয়ে গেছে। বেনি হাওয়েল ব্যতীত অবশ্য আর কেউ ব্যাট হাতে জ¦লতে পারেননি নিয়মিত। সাগরিকায় হবে ৫ দিনে ৮ ম্যাচ। প্রতিদিনই ম্যাচ আছে চট্টগ্রামের। তারা আজ খুলনার বিপক্ষে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে। খুলনা প্রথম সাক্ষাতে চট্টগ্রামের কাছে ২৫ রানে হারার পর আজ প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে। ২ ম্যাচ খেলে ১টি করে হার ও পরাজয় দেখা মুশফিকুর রহিমের দল আজ স্বাগতিকদের হারিয়ে ঘুরে দাঁড়াতে চায়। সর্বশেষ ম্যাচটি তারা মাত্র ৪ দিন আগেই খেলেছে চট্টগ্রামের বিপক্ষে। থিসারা পেরেরা, নাভিন উল হক ও শেখ মেহেদি হাসান বেশ ভাল অবস্থাতেই আছেন। যদিও অধিনায়ক মুশফিকের রানে ফেরাটা দলের জন্য দারুণ জরুরী। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন বাঁহাতি সৌম্য সরকার। তাই ব্যর্থ তানজিদ হাসান তামিম একাদশের বাইরে চলে যেতে পারেন। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট ও ঢাকার লড়াই। নিজেদের মাঠে শক্তিশালী দল নিয়েও ঢাকা ৪ ম্যাচ খেলে ৩টিতেই হেরেছে। সেখান থেকে উত্তরণের পথ বের করতে মুখিয়ে আছে দলটি। চট্টগ্রাম পর্বের দুই ম্যাচে জিতলে প্লে-অফে ওঠার লড়াইয়ে ভালভাবেই টিকে থাকবে তারা। দুই ম্যাচ হারলে অনেকটাই ছিটকে যাবে। তাই চট্টগ্রামে ২ ম্যাচই মহাগুরুত্বপূর্ণ মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজার দলটির জন্য। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা দলটি সবচেয়ে বেশি ৪ ম্যাচ খেলেছে। আর সিলেট ২ ম্যাচ খেলে একটি করে জয়-পরাজয়ে ২ পয়েন্ট অর্জন করেছে। তারা কুমিল্লার কাছে লো-স্কোরিং ম্যাচে দারুণ লড়াইয়ে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ঢাকাকে হারিয়ে দেয়। সেই পরাজয়ের শোধ তুলতে চায় ঢাকা আর সিলেট চায় ধারাবাহিকতা রাখতে। এজন্য অবশ্য ব্যাটিং ভাল করতে হবে সব দলকেই। কারণ সাগরিকায় বরাবরই ব্যাটিং সহায়ক হয়ে থাকে। পিচ কিউরেটর প্রাভীন হিঙ্গানিকর অবশ্য মায়ের মৃত্যুর জন্য দেশে গিয়ে আর ফিরতে পারেননি। তাই উইকেট প্রস্তুত করেছেন তার সহকারী জাহিদ রেজা বাবু। তিনি বলেছেন, ‘সাকিব সকালে উইকেট দেখে সন্তুষ্ট হয়ে চলে গেছে। এখানে উইকেট নিয়ে কেউ অভিযোগ করে না। সবসময়ই ভাল উইকেট থাকে। আশা করি অনেক রান হবে।’ বিপিএলের ইতিহাসে এক ইনিংসে ২০ ওভারে সর্বাধিক ২৩৯ রানও উঠেছে ২০১৯ সালে। এছাড়া ৪ উইকেটে ২৩৮, ৫ উইকেটে ২৩৭, ৫ উইকেটে ২৩২, ৭ উইকেটে ২২২ ও ৪ উইকেটে ২২১ রানের শীর্ষ ইনিংসগুলো এখানেই হয়েছে। তাই বরিশালের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বললেন, ‘আসলে সত্যিকার অর্থে চিটাগাংয়ের উইকেট খুব ভাল থাকে। আমরা অবশ্যই চাইব শক্তভাবে ঘুরে দাঁড়াতে এবং যেহেতু এখানে উইকেট অনেক ভাল থাকবে আমার কাছে মনে হয় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’
×