ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে একুশে বইমেলা শুরু ১৭ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২৩:৩৮, ২৮ জানুয়ারি ২০২২

চট্টগ্রামে একুশে বইমেলা শুরু ১৭ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী। সংক্রমণ বৃদ্ধির শঙ্কা থাকলেও এ সিদ্ধান্তে প্রকাশক ও বইপ্রেমীদের মধ্যে স্বস্তি এসেছে। কেননা করোনার কারণে গত বছরও বইমেলা হয়নি। চসিক মেয়র বলেন, করোনা মহামারীর কারণে গত বছর প্রস্তুতি থাকা সত্ত্বেও অমর একুশে বইমেলা শুরু করতে পারিনি। কর্পোরেশনের উদ্যোগে সকল প্রস্তুতি সম্পন্ন করে আগামী ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে বইমেলা শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সিদ্ধান্তের আলোকে বইমেলা আয়োজনের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বইমেলা হলো বইকে উপলক্ষ করে লেখক ও পাঠকের মিলনমেলা। গ্রন্থমেলা নিয়ে গ্রন্থপ্রেমী মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। এছাড়া করোনা অতিমারীর কারণে মানুষ বাসায় বন্দী থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। তারা সুযোগ পেলেই বাইরে আসছে। সুতরাং বইমেলা শুরু হলে তা জনসাধারণের প্রাণের স্পন্দন ও পদচারণায় মুখর হয়ে উঠবে। উল্লেখ্য, গত বছর বইমেলায় ১৩৮টি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করেছিল। তারা এবারও মেলায় অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
×