ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইরাকে স্পীকারের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা, আহত ২

প্রকাশিত: ২৩:৫৭, ২৭ জানুয়ারি ২০২২

ইরাকে স্পীকারের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা, আহত ২

ইরাকের পার্লামেন্ট স্পীকার মোহাম্মদ আল হালবুসির বাড়ি লক্ষ্য করে এবার তিন দফায় রকেট হামলা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার আনবার প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে দুই শিশু। দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, পর পর তিনটি রকেট এসে পড়ে স্পীকার মোহাম্মদ আল হালবুসির বাড়ি থেকে পাঁচশ’ মিটার দূরে। এতে দুইজন শিশু আহত হয়। ইরাকের শীর্ষ আদালত তাকে পুনরায় স্পীকার নির্বাচিত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হলো। ধারণা করা হচ্ছে স্পীকারকেই লক্ষ্য করে এ হামলা হয়েছে, যদিও এটি এখনও স্পষ্ট নয় যে, হামলার সময় তিনি বাড়িতে ছিলেন কিনা। ইরাকের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আহত ওই দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪১ বছর বয়সী হালবুসি একজন সুন্নি রাজনীতিবিদ বলে জানা গেছে। ২০১৮ সাল থেকে ইরাকের পার্লামেন্টে স্পীকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এদিকে, বাগদাদের গ্রীন জোনে বিদেশী দূতাবাসগুলো অবস্থিত।
×