ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন গায়ক মিট লোফ আর নেই

প্রকাশিত: ২১:৫০, ২১ জানুয়ারি ২০২২

মার্কিন গায়ক মিট লোফ আর নেই

অনলাইন ডেস্ক ॥ মার্কিন গায়ক মিট লোফ মারা গেছেন। শুক্রবার (২১ জানুয়ারি) এই গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবন মিট লোফের। এই গায়কের গান ৬৫টি চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। তার ‘ব্যাট আউট অব হেল’ সর্বকালের সর্বাধিক বিক্রীত অ্যালবামগুলোর মধ্যে অন্যতম। বিশ্বব্যাপী তার গানের অ্যালবাম বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশি। মিট লোফের বিখ্যাত গানগুলোর মধ্যে ‘ব্যাট আউট অব হেল ট্রিলজি’, ‘প্যারাডাইস বাই দ্য ড্যাশবোর্ড লাইট’ এবং ‘আই শুড ডু অ্যানিথিং ফর লাভ’ ব্যাপক জনপ্রিয়তা পায়। শুধু সংগীতেই সীমিত থাকেনি মিট লোফের কর্মজীবন। ১৯৯৯ সালে ‘ফাইট ক্লাব’ এবং ১৯৯২ সালে ‘ওয়েনস ওয়ার্ল্ড’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
×