ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবার যুদ্ধে জীবন

যমদূত করোনার সঙ্গে ‘র্দীঘ বরষ মাস’

প্রকাশিত: ২৩:৪৫, ২০ জানুয়ারি ২০২২

যমদূত করোনার সঙ্গে ‘র্দীঘ বরষ মাস’

মোরসালনি মজিান ॥ তোমাতে করবি বাস,/র্দীঘ দবিস, র্দীঘ রজনী,/র্দীঘ বরষ মাস...। কবগিুরুর বখ্যিাত গান। তবে এ গানরে কথার সঙ্গে করোনার হাবভাবরে ভাল মলি আছ।ে ভাইরাসটি মানুষরে সঙ্গে ‘র্দীঘ দবিস’, ‘র্দীঘ রজনী’ এবং ‘র্দীঘ বরষ মাস’ ধরে বাস করছ।ে সইে কবে এর অস্তত্বি টরে পাওয়া গয়িছেলি। তার পর থকেে ‘যাচ্ছ’ি ‘যাই’ করলওে, যায়ন।ি আর র্বতমানে তো সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছ।ে ফলে আবারও দোলাচলে জীবন। মাঝে কছিুদনি, হ্যাঁ, মোটামুটি ভাল গছে।ে দশেে সংক্রমণ ও মৃত্যু যথষ্টে নয়িন্ত্রণে ছলি। ছন্দে ফরিছলি সব কছিু। কন্তিু এ র্পযায়ে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। স্বাস্থ্য অধদিফতররে তথ্য মত,ে গত ডসিম্বের র্পযন্ত দশেে করোনায় আক্রান্তরে হার ছলি ২ শতাংশরে নচি।ে চলতি বছররে ১১ জানুয়ারি শনাক্তরে হার ৫ শতাংশ ছাড়য়িে যায়। র্সবশষে ২৪ ঘণ্টায় ভাইরাস শনাক্ত হয়ছেে সাড়ে ৯ হাজার মানুষরে দহে।ে শনাক্তরে হার ২৫ শতাংশ ছাড়য়িে গছে।ে স্বাস্থ্য অধদিফতররে বুধবার বকিলেরে দয়ো তথ্য বলছ,ে আক্রান্তদরে মধ্যে গত ২৪ ঘণ্টায় ১২ জনরে মৃত্যু হয়ছে।ে আর দশেে এ র্পযন্ত করোনার শনাক্ত হয়ছেে ১৬ লাখ ৪২ হাজার ২৫৪ জনরে দহে।ে মৃতরে সংখ্যা ২৮ হাজার ১৭৬। ৮৫৫টি ল্যাবে গত একদনিে করোনার নমুনা পরীক্ষা করা হয়ছেে ৩৭ হাজার ৮৩০ জনরে। পরীক্ষা ববিচেনায় শনাক্তরে হার ২৫ দশমকি ১১, যা গত ১৩ আগস্টরে পর র্সবােচ্চ। অবশ্য বাংলাদশেে তৃতীয় ঢউে আছড়ে পরার অনকে আগে থকেইে হুমকরি মুখে পড়ছেলি বহর্বিশ্বি। ইউরোপ আমরেকিার দশেগুলোকে এখনও নাস্তানাবুদ করছে করে না। র্পাশ্বর্বতী দশে ভারতরে অবস্থাও নাজুক। আশঙ্কার মধ্য দয়িে যাচ্ছে বাংলাদশেও। কন্তিু এক করোনার সঙ্গে আর কত বসবাস করবে মানুষ? কছিুদনি আগওে ভাবা হয়ছেলি, ভ্যাকসনি এলইে সব সমাধান হয়ে যাব।ে দৌড়ে পালাবে করোনা। বাস্তবে তা আর হলো কই? দুনয়িাজুড়ইে তুলকালাম হলো ভ্যাকসনি নয়ি।ে শতভাগ টকিা নশ্চিতি করা হলো। করোনা থকেে মুক্তরি আনন্দে বড়সড়ো উৎসবও হলো বভিন্নি দশে।ে কন্তিু হায়! ভাইরাসটি আর গলে কই? বরং এককে সময় এককে ধরন নয়িে আসছ।ে র্বতমানে আলোচনায় ওমক্রিন। বাংলাদশেে আগে থকেে ছলি ডল্টো। এখন ওমক্রিনও শনাক্ত হচ্ছ।ে তার চয়েে বড় কথা, টকিা নয়িওে দ্বতিীয়বাররে মতো বহু মানুষ আক্রান্ত হচ্ছনে। এ ক্ষত্রেে উদাহরণ হতে পারনে আসাদুজ্জামান নূর। দশেরে খ্যাতমিান অভনিতো সাংস্কৃতকি ব্যক্তত্বি দ্বতিীয়বাররে মতো কোভডি ১৯ এ আক্রান্ত হয়ছেনে। টকিা নয়িওে সংক্রমণরে বাইরে থাকতে পারনেন।ি এই সংসদ সদস্য র্বতমানে হাসপাতালে চকিৎিসাধীন। এবাররে অভজ্ঞিতা কী? জানতে চাইলে তনিি বলছনে, জীবন বহমান। এরও একটা ছন্দ আছ।ে ছন্দহীন হলে জীবন ও মৃত্যুর মধ্যে বশিষে র্পাথক্য থাকে না। তাই ছন্দে ফরোর চষ্টো অব্যাহত রাখতে হব।ে যুদ্ধ করইে টকিে থাকতে হবে করোনার সঙ্গ।ে অবশ্য এরই মাঝে অনকেে দ্বতিীয়বাররে মতো করোনা জয় করছেনে। তাদরে একজন সাংস্কৃতকি জোটরে সভাপতি গোলাক কুদ্দুছ। তার মত,ে টকিা নয়ো ছলি বলে যুদ্ধ কছিুটা সহজ হয়ছে।ে তবে স্বাস্থ্যবধিি মনেে চলার যে যুদ্ধ সটেওি অব্যাহত রাখতে হবে বলে মনে করনে তনি।ি তার মত,ে আরও বহু কাল হয়তো করোনার সঙ্গে বসবাস করতে হব।ে এখানইে শষে নয়। কোন কোন গবষেণা তো বলছ,ে করোনা যাবে না কোনদনি। হোয়াইট হাউসরে চকিৎিসা উপদষ্টো এন্থনি ফাউসওি ক’দনি আগে একই কথা বললনে। বললনে, করোনাভাইরাসকে গুটবিসন্তরে মতো মুছে ফলো যাবে না। যদি সংক্রামক রোগরে ইতহিাসরে দকিে তাকাই, আমরা শুধু গুটবিসন্তকইে প্রকৃতি থকেে দূর করতে পরেছে।ি করোনাভাইরাসরে ক্ষত্রেে এমনটি হবে না। কন্তিু আশা করা যায় এই ভাইরাসটরি সক্ষমতা কমতে কমতে এমন র্পযায়ে আসবে যখন স্বাভাবকি সামাজকি, র্অথনতৈকি ও অন্যান্য র্কমকা-রে ক্ষত্রেে এটি আর বাধা প্রদান করতে পারবে না বলে মত দনে তনি।ি অন্য গবষেকরাও বলছনে, আরও বহু বছর হয়তো করোনার সঙ্গইে বসবাস করতে হব।ে বসবাস করতে করতইে এটকিে বশে আনতে হব।ে তবে এজন্য ঢাল তলোয়ার সঙ্গে রাখা চাই। আর এ ঢাল তলোয়ার, বলার অপক্ষো রাখে না, টকিা এবং স্বাস্থ্যবধি।ি
×