ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামাই আদর বটে!

প্রকাশিত: ২৩:৩০, ১৯ জানুয়ারি ২০২২

জামাই আদর বটে!

ভারতীয় উপমহাদেশে শ্বশুরবাড়িতে জামাইরা একটু বেশিই আদর পেয়ে থাকেন। তবে, সেই জামাই আদর কথাটির মানে এবার হাড়ে হাড়ে বুঝে গেছেন এক যুবক। লোকে পঞ্চব্যঞ্জন সাজালেও ‘আদর’ করে এই যুবকের পাতে আক্ষরিকভাবেই শ্বশুরবাড়ির মানুষ তুলে দিয়েছেন ৩৬৫ পদের খাবার। বাড়াবাড়ি সেই আদরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতের অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরির নরসাপুরম এলাকার সুব্রহ্মণ্যম এবং অন্নপূর্ণার ছেলে সাইকৃষ্ণ তুম্মলাপল্লী এবং স্বর্ণ ব্যবসায়ী অত্যম ভেঙ্কটেশ্বর রাও এবং মাধবীর মেয়ে কুন্দবীর বিয়ে ঠিক হয়েছিল। পৌষ সংক্রান্তিতে হবু জামাইয়ের জন্য রাজকীয় আয়োজন করে কুন্দবীর পরিবার। ওই উৎসবেই কুন্দবী-সাইকৃষ্ণ তুম্মলাপল্লীর বিয়ে হয়। কুন্দবীর পরিবারের এক সদস্য জানান, বছরের ৩৬৫ দিনকে মাথায় রেখে জামাইয়ের প্রতি ভালবাসা দেখাতেই হুবু জামাইয়ের জন্য ৩৬৫ পদের খাবারের আয়োজন করা হয়। বিয়ের আগে কনের ভাই অচন্ত গোবিন্দ এবং দিদি নাগমণি এই জমকালো ভোজের আয়োজন করেন। এই জমকালো প্রাকবিবাহ সংবর্ধনায় বর ও কনে, দুজনের পরিবারের সদস্যরা অংশ নেন।-ইন্ডিয়া টুডে অবলম্বনে
×