ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নবীগঞ্জ থেকে উদ্ধারকৃত গন্ধগোকুল সাতছড়িতে অবমুক্ত

প্রকাশিত: ১৯:৫৫, ১৩ জানুয়ারি ২০২২

নবীগঞ্জ থেকে উদ্ধারকৃত গন্ধগোকুল সাতছড়িতে অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থেকে উদ্ধারকৃত গন্ধগোকুল চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন বনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রাণীটি অবমুক্ত করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী। এর আগে জেলার নবীগঞ্জ উপজেলার বড়াকোনা গ্রাম থেকে প্রাণীটি উদ্ধার করেন হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগেরকর্মীরা। সাতছড়িতে অবমুক্তকালে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী, অফিস স্টাফ জিয়াউল হক রাজু, রানা আহমেদ, অনুরঞ্জন অধিকারী, টিপলু দেব, সাতছড়ির হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, গন্ধগোকুল নিশাচর প্রাণী। খাটাশের বিভিন্ন প্রজাতির মধ্যে এরাই মানুষের কাছাকাছি থাকে। মূলত ফলখেকো হলেও ছোট প্রাণী এবং তাল-খেজুরের রস খায়। এরা ইঁদুর ও ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে থাকে। বর্তমানে এই প্রজাতিটি বাংলাদেশে সংরক্ষিত।
×